ই পাসপোর্ট স্ট্যাটাস চেক: ই পাসপোর্টের বর্তমান অবস্থা জানুন

e passport application status check

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করে নতুন পাসপোর্ট বা রিনিউ পাসপোর্ট আবেদনের সর্বশেষ অবস্থা জানা যায়। আপনার পাসপোর্ট পেতে আর কত সময় লাগবে অথবা পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা বাড়িতে বসেই তা আপনি ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার মাধ্যমে জানতে পারেন।

আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক (ছবি, দশ আঙ্গুলের ছাপ, স্বাক্ষর এবং আইরিশ স্ক্যান) সম্পন্ন করে থাকেন তাহলে আপনার ই পাসপোর্ট এখন কি অবস্থায় রয়েছে তা আপনি অনলাইন অথবা SMS এর মাধ্যমে জেনে নিতে পারবেন।

Online Registration ID (OID) অথবা Passport Application ID ব্যবহার করে অনলাইনে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। E Passport Status Check এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পাসপোর্ট প্রিন্ট হয়েছে কিনা এবং কত তারিখে ডেলিভারি পাবেন।

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে কি কি লাগে

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য Online Registration ID  অথবা Application ID প্রয়োজন হবে এবং আপনার জন্ম তারিখ প্রয়োজন হবে। অনলাইনে যখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন তখন Application Summery ডাউনলোড করেছেন। এই Application Summery তে Online Registration ID (OID) পাবেন। এছাড়াও পেমেন্ট স্লিপেও OID নাম্বারটি পাবেন।

passport status check
Application Summary

Online Registration ID (OID) নাম্বার দিয়ে এবং Date Of Birth দিয়ে অনলাইনে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে পারবেন।

ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করার নিয়ম

ই পাসপোর্টের স্ট্রাটাস চেক বা বর্তমান অবস্থা জানতে প্রথমেই আপনাকে epassport.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর Check Status মেনুতে ক্লিক করতে হবে। সরাসরি স্ট্যাটাস চেক করতে Check Application Status এ ক্লিক করুন। এরপর Online Registration ID অথবা Application ID দিন। এরপর Select date of birth এ জন্ম তারিখ সিলেক্ট করুন। তারপর I am human বক্সে টিক চিহ্ন দিন। সবশেষে Check বাটনে ক্লিক করুন।

Application Status Check
Passport Application Status Check

 

ফাইনালি যখন Check বাটনে ক্লিক করবেন তখন ই পাসপোর্ট স্ট্যাটাস দেখতে পারবেন

ই পাসপোর্ট স্ট্যাটাস রেজাল্ট
পাসপোর্ট স্ট্যাটাস রেজাল্ট

আমি যেহেতু আবেদন জমা দিয়ে ছবি-ফিঙ্গার দিয়েছি এবং পুলিশ ভেরিফিকেশনও হয়ে গেছে তাই এখান আমার পাসপোর্ট স্ট্যাটাস দেখাচ্ছে যে, “পাসপোর্টটি প্রিন্টিংয়ের জন্য প্রক্রিয়াধীন” রয়েছে।

পাসপোর্ট আবেদন করার পর থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ রয়েছে। আপনি প্রতিটা ধাপে ধাপে চেক দিতে পারেন। কোন সমস্যা থাকলে সেটাও এখানে দেখতে পারবেন।

SMS এর মাধ্যমে ই পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন

এসএমএস এর মাধ্যমে পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন। এজন্য প্রয়োজন হবে Application Id, যা আপনি ডেলিভারি স্লিপ অথবা পেমেন্ট স্লিপে পাবেন। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে EPP <Space> Application ID এবং Send করতে হবে 16445 এই নাম্বারে। এরপর ফিরতি বার্তায় পাসপোর্টের বর্তমান অবস্থা জানিয়ে দিবে।

ই পাসপোর্টে ভিন্ন ভিন্ন স্ট্যাটাসের কারন সমূহ

পাসপোর্ট আবেদন থেকে শুরু করে পাসপোর্ট হাতে আসা পর্যন্ত অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং কার্যক্ষেত্রে স্ট্যাটাসও বিভিন্ন রকম হয়ে থাকে। আবেদনে কোন সমস্যা বা জটিলতা দেখা দিলেও পাসপোর্ট অফিস তা স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেয়। চলুন দেখা যাক কোন স্ট্যাটাস কি কারনে দিয়ে থাকে-


  • Your Application is pending on payment investigation (Amount mismatch or Reference number mismatch)

পাসপোর্ট ফি পরিশোধের চালানের কপিতে টাকার পরিমাণ এবং পাসপোর্ট আবেদন ফি এর পরিমানে গড়মিল পাওয়া গেছে।


  • Payment Verification Result- Name Mismatch:

ব্যাংক বা চালানের মাধ্যমে ফি জমা দেয়া চালানের সাথে পাসপোর্ট আবেদনের নামের বানানে অমিল বা অসামঞ্জস্যতা রয়েছে।


  • Pending SB Police Clearance

আপনার আবেদনটি পুলিশ ভেরিফিকেশন এর জন্য অপেক্ষমান রয়েছে।


  • Pending of Assistant Director/ Deputy Director Approval

পাসপোর্ট আবেদনটি একজন Assistant Director/ Deputy Director পদমর্যাদার অফিসার চেক করে এপ্রুভাল দিবেন।


  • Pending for Backend Verification

পাসপোর্ট আবেদনের তথ্যসমূহ কেন্দ্রীয় পর্যায়ে চেক করা হচ্ছে। পাসপোর্ট আবেদনটি ঢাকায় প্রিন্টিং শাখায় পাঠানোর জন্য পুনরায় সকল তথ্য ঠিক আছে কিনা চেক করা হয়। যদি কোন গরমিল পরিলক্ষিত হয় তাহলে আবেদনটি সংশোধনের জন্য Sent for Rework এ পাঠানো হয়।


  • Pending for Passport Personalization

এই ধাপে Laser Engraving, HD DOD Color Inject Printing, Security Lamination, Inline Quality Control (Optical and Electronic), RFID Encoding এ কাজগুলো সম্পন্ন করা হয়।


  • In Printer Queue

পাসপোর্টটি প্রিন্টিং এর জন্য প্রিন্টিং শাখায় অপেক্ষমান আছে।


  • Printing Succeeded

পাসপোর্ট প্রিন্ট সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টটিতে কোন প্রকার ত্রুটি আছে কিনা তা Quality Control শাখায় পর্যবেক্ষণের জন্য পাঠানো হচ্ছে।


  • QC Succeed, Ready for Dispatch

Quality Control শাখায় পরীক্ষা করার পর সব কিছু ঠিক থাকলে আপনার আবেদনকৃত পাসপোর্ট অফিসে পাসপোর্টটি পাঠানোর জন্য প্রস্তুত করা হয়।


  • Passport Shipped

আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেলিভারীর জন্য পাঠানো হয়েছে।


  • Passport is ready fo Issuance

আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌছেছে এবং ডেলিভারীর জন্য প্রস্তুত রয়েছে।

আর এই অবস্থা দেখতে পেলে পাসপোর্ট সংগ্রহের জন্য ডেলিভারী স্লিপ নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন।


ই পাসপোর্ট করার নিয়ম ।। How to Apply for E Passport Bangladesh 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top