NID সংশোধনের জন্য আবেদন করার পর তা বিভিন্ন কারণে বাতিল করার প্রয়োজন হয়। এখন এই বাতিল করার সঠিক নিয়ম না জানলে আবেদনটি বাতিল হয় না, পরবর্তীতে সংশোধন হয়ে গেলে সমস্যা আরও বেড়ে যায়।
জাতীয় পরিচয়পত্র বা NID সংশোধন আবেদন বাতিল করার জন্য আপনাকে একটি লিখিত আবেদন করতে হবে। NID সংশোধনের আবেদন বাতিল করার নিয়ম ও আবেদনের নমুনা দেখানোর জন্য আজকের এই ব্লগ পোস্ট। আমার এই লেখাটুকু তখনই সার্থক হবে, যখন আপনি আমার এই লেখা পড়ে এবং সেই অনুযায়ী কাজ করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন।
আজকাল অনেকেই অনলাইনে এই সমস্যার সমাধান খুঁজে বেরাচ্ছেন।আমাকে অনেকেই ফেসবুক পেজে ম্যাসেজ দিয়ে জানিয়েছেন কিভাবে আবেদন করবেন এবং আবেদন নমুনা কপি দেওয়ার জন্য।
আরো পড়ুন:
এনআইডি অ্যাকাউন্ট লক হলে করণীয়
অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন করার নিয়ম
তো চলুন, কথা না বাড়িয়ে NID সংশোধনের আবেদন বাতিল করার নিয়ম কি? আদৌও কি বাতিল করা সম্ভব কিনা? কিভাবে বাতিল আবেদন করবেন ? এই সকল কিছু তুলে ধরা যাক:
NID সংশোধনের আবেদন বাতিল করার নিয়ম
প্রথমত, উপজেলা নির্বাচন অফিসার বরাবর NID সংশোধনের আবেদন বাতিল করার জন্য আপনাকে একটি লিখিত আবেদন করতে হবে। আবেদনে আপনার নাম, পিতা/মাতার নাম, এনআইডি নম্বরসহ আবেদনটি কেন বাতিল চাচ্ছেন সেই কারন উল্লেখ করে আবেদনটি লিখতে হবে। লিখিত আবেদনটি জমা দেওয়ার পর উপজেলা নির্বাচন কর্মকর্তা সঠিক মনে করলে আপনার আবেদনটি বাতিল করে দিতে পারেন।
মনে রাখতে হবে যে-
- আবেদনটি অবশ্যই A4 সাইজের কাগজে লিখতে হবে।
- নিজের হাতে লিখতে পারেন অথবা কম্পিউটারে টাইপ করেও লেখা যাবে।
- আবেদনপত্রের সাথে এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে।
- আবেদন জমা দেওয়ার সময় ব্যক্তিকে স্বশরীরে উপস্থিত থেকে জমা দিতে হবে।
- যে এলাকার ভোটার সেই উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে।
চলুন এবার আবেদন করার জন্য কিভাবে দরখাস্ত লিখতে হবে তার একটি নমুনা দেখে নেয়া যাক…
আবেদন করার জন্য দরখাস্তের নমুনা
তারিখ : ১০/০৯/২০২৪
বরাবর,
উপজেলা নির্বাচন অফিসার,
বাঘা, রাজশাহী।
বিষয়: NID সংশোধনের আবেদন বাতিল করা প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে আমি মোঃ জাফর ইকবাল, পিতা: আব্দুস ছালাম, গ্রাম/মহল্লা: সয়াঘাট, ডাকঘর: সয়াঘাট, উপজেলা: বাঘা, জেলা: রাজশাহী। আমি গত ০০৪/০৯/২০২৪ তারিখে আমার আইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। আমার NID নাম্বর ১২৩৩৪৫৬৭৮৯০ । আমি আমার নাম এবং বয়স সংশোধনের আবেদন করেছিলাম, কিন্তু আমার আবেদনটি অনলাইনে এখনো অনুমোদিত হয়নি।
আমি যে সমস্যার কারণে এনআইডি কার্ডের তথ্য সংশোধন করার জন্য আবেদন করেছিলাম সেই সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমি আমার সংশোধনের আবেদনটি বাতিল করতে ইচ্ছুক।
অতএব মহোদয়ের নিকট আমারে বিনীত অনুরোধ এই যে, আমার NID সংশোধনের আবেদনটি বাতিল করে আমাকে বাধিত করবেন।
বিনীত নিবেদক
মো: জাফর ইকবাল
NID NO: ১২৩৪৫৬৭৮৯০
সয়াঘাট, বাঘা, রাজশাহী
মোবাইল : 01700000000
উপরে দেখানো আবেদন এর মত একটি আবেদন আপনার হাতে অথবা কম্পিউটারে টাইপ করে লিখে আবেদনটির সাথে আইডি কার্ডের একটা ফটোকপিসহ উপজেলা নির্বাচন অফিসে জমা দিয়ে আসবেন। পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
NID সংশোধনের আবেদন নমুনা কপি ডাউনলোড
- এনআইডি সংশোধন আবেদন বাতিলের দরখাস্ত PDF- Download Now
- এনআইডি সংশোধনের আবেদন বাতিলের দরখাস্ত Word File- Download Now
আপনাদের সুবিধার জন্য আবেদনের নমুনাটি PDF এবং Word File উপরে দেয়া হলো। ফাইলটি আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে ডাউনলোড করে Edit করতে পারবেন।
PDF File এবং Word File ডাউনলোড করতে না পারলে অবশ্যই কমেন্টে Email ID দিবেন। ইনশাল্লাহ মেইলে পাঠিয়ে দিবো। এছাড়াও এ সংক্রান্ত আরো যদি কোন তথ্য জানার থাকে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করলে যথাযথভাবে উত্তর দেওয়ার চেস্টা করবো।
শেষকথা
NID সংশোধনের জন্য আবেদন করার পর আপনার যদি বাতিল করা প্রয়োজন তবে সাথে সাথে তা বাতিল করার জন্য আবেদন করতে হবে। বিলম্ব করলে সংশোধনের আবেদন ক্যাটাগরিতে পড়বে এবং পরবর্তীতে জটিল সমস্যার সৃষ্টি হতে পারে।
FAQ’s
এনআইডি সংশোধনের আবেদন বাতিল করতে কত টাকা লাগে?
এনআইডি সংশোধন আবেদন বাতিল করতে কোনো টাকা পয়সা লাগে না। (সরকার নির্ধারিত কোন ফি নেই)
এনআইডি সংশোধনের আবেদন বাতিল হতে কত সময় লাগে?
এনআইডি সংশোধনের আবেদন বাতিল হতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে।