এনআইডি কার্ডের ভুল সংশোধনের অনুরোধ জানিয়ে ইসির প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য ইসির নির্দেশনা, ২ জানুয়ারির আগে এনআইডি সংশোধন করুন

যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুলত্রুটি রয়েছে, তাঁদের আগামী ২ জানুয়ারির আগেই তা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৮ ডিসেম্বর ২০২৪ (রবিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি সচিবালয় এ অনুরোধ জানায়।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ২ জানুয়ারি হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। এনআইডি সংশোধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জরুরি ভিত্তিতে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

ভোটার তালিকা প্রকাশের নিয়ম


ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এবং ভুল ক্রটি সংশোধন করে পরবর্তীতে ২ মার্চে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২ জানুয়ারির পর নির্দিষ্ট কিছু সময় দেওয়া হয়। আর নির্দিষ্ট এই সময়ের মধ্যে দাবি, আপত্তি এবং সংশোধন প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২ মার্চ।

আগামী বছরের হালনাগাদ ভোটার তালিকা প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে আগামী ২ মার্চ ২০২৫ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। তাই যাঁদের এনআইডি সংশোধন প্রয়োজন, তাঁদের যথাসময়ে পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আপনার এনআইডি সংশোধনের প্রক্রিয়া দ্রুত শুরু করুন


সঠিক তথ্য নিশ্চিত করার জন্য আপনার নিকটবর্তী উপজেলা বা থানা নির্বাচন অফিসে এখনই যোগাযোগ করুন। যথাসময়ে সংশোধন না করলে আপনার এনআইডির ভুল তথ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি আপনার নাগরিক দায়িত্ব, তাই দেরি না করে আজই পদক্ষেপ নিন।

আরো জানুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top