পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪ পাসপোর্ট আবেদন জমা দিবেন কিভাবে এবং পাসপোর্ট আবেদন জমা দিতে কি কি কাগজপত্র লাগে? ই-পাসপোর্ট করার জন্য প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পাসপোর্ট অফিসের ওয়েব সাইটে ভিজিট করে সঠিক নিয়েমে পাসপোর্ট আবেদন করতে হবে।
পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪
নিজে নিজেই অনলাইনে ই-পাসপোর্ট আবেদন করুন Apply e-passport online by yourself 2024
কোন প্রকার দালাল বা মিডিয়া না ধরে নিজেই নিজের পাসপোর্ট আবেদন করতে পারবেন অনলাইনে।
- আবেদন করার জন্য আপনার কম্পিউটার বা মোবাইল থাকতে হবে।
- এনআইডি কার্ড/ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
- জন্ম নিবন্ধন থাকতে হবে (বয়স যদি ১৮ বছরের নিচে হয়)।
- এসএসসি সনদ থাকতে হবে (শিক্ষাগত যোগ্যতা যদি থাকে)।
- স্ত্রীর আইডি কপি (বিবাহিতদের জন্য)
উপরল্লিখিত কাগজপত্র থাকলে আপনি ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
ই পাসপোর্ট আবেদন কিভাবে করবেন? (নিচের ভিডিওটি দেখে নিজে নিজেই আবেদন করতে পারবেন)
ই পাসপোর্ট আবেদন কোথায় জমা দিবেন? Where to submit e-passport application?
আপনি যখন, ই পাসপোর্ট করার জন্য অনলাইনে আবেদন করবেন তখন বর্তমান ঠিকানা যা দিবেন সেই জেলার পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে আবেদনপত্র জমা দিতে হবে।
পাসপোর্ট আবেদনপত্র জমা দিবেন কিভাবে? How to Submit passport application?
পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪ আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে সাপ্তাহিক কর্মদিবসের যেকোন দিনে আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। তবে ঢাকার জন্য জমা দেওয়ার সিডিউল অনুযায়ী নির্ধারিত তারিখে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট অফিসে যাওয়ার পর হেল্প ডেস্কের সাহায্য নিতে পারেন অথবা আবেদনপত্র জমা দানের কাউন্টারে গিয়ে আবেদন জমা দিতে হবে।
এছাড়াও পাসপোর্ট যদি খুব বেশি জরুরী হয় এবং আপনার ভাষা জ্ঞান ভাল থাকলে আপনি উপ-পরিচালকের কক্ষে গিয়ে তার সাথে কথা বলেও পাসপোর্ট আবেদন জমা দিতে পারেন। যেমনটা আমি আমার পাসপোর্ট আবেদন জমা দেওয়ার সময় করেছি। তাতে করে পরবর্তী সেবাগুলো সহজেই পাওয়া যাবে।
পাসপোর্ট আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে? What documents must be submitted with the passport application?
- ৩ (তিন) পাতার আবেদন কপি
- প্রিন্ট সামারি
- পেমেন্ট স্লীপ
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- এসএসসি সনদের ফটোকপি (যদি থাকে)।
- জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি। দ্রষ্টব্যঃ এনআইডি অনলাইন সার্ভার কপি কিভাবে পাবেন?
- বিদ্যুৎ বিল অথবা টেলিফোন বিলের কপি।
ই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক গ্রহন (Biometric acceptance for e-passport)
পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পর আপনাকে জমা দেওয়ার দিনেই বায়োমেট্রিক গ্রহণ করতে পারে অথবা আপনাকে তারা একটা তারিখ দিবে সেই তারিখে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে। বিশেষ করে ঢাকাতে পাসপোর্ট আবেদন করার পর আপনাকে বয়োমেট্রিক গ্রহণের জন্য এ্যাপয়েনমেন্ট দিবে যা আপনার মোবাইলে মেসেজ আসবে এবং সেই তারিখে অফিসে গিয়ে আপনাকে বায়োমেট্রিক (ছবি, হাতের ছাপ, চোখের আইরিশ স্ক্যান, স্বাক্ষর) দিতে হবে।
আরো পড়ুন- পাসপোর্ট করতে কত টাকা ফি দিতে হয়?
বায়োমেট্রিক দেওয়ার জন্য কম্পিউটার অপারেটর আপনার ফরমটি হাতে দিয়ে আপনাকে ছবি তোলার জন্য তার সামনে বসতে বলবে। ছবি উঠানোর পর আপনার ১০ (দশ) আঙ্গুলের ছাপ নিবে। এরপর চোখের আইরিশ স্ক্যান করবে। এরপর সিগনেচ্যার প্যাডে স্বাক্ষর নিবে। বিষয়গুলো নিচে ছবিতে তুলে ধরা হলো-
পাসপোর্ট ডেলিভারি স্লিপ প্রদান
পাসপোর্ট অফিসের কম্পিউটার অপারেটর আবেদনকারীর ছবি, স্বাক্ষর, দশ আঙ্গুলের ছাপ এবং আইরিশ গ্রহন করার পর ডেলিভারি স্লিপ দিবেন। আর ডেলিভারি স্লিপটিতে অবশ্যই অফিশিয়াল সীল দিয়ে দিবেন এবং স্লীপটিতে লেখা থাকবে-
- স্লিপের তথ্যগুলো যাচাই করুন।
- ভুল থাকলে তাৎক্ষনিক অবহিত করুন।
- পরবর্তীতে কোন অভিযোগ বিবেচিত হবে না।
- মোবাইলে এসএমএস প্রাপ্তির পর পাসপোর্ট সংগ্রহ করুন।
ছবি তোলার কতদিন পরে পাসপোর্ট হাতে পাবেন
বায়োমেট্রিক গ্রহন করার পর ৭ থেকে ১৪ কার্যদিবসের মধ্যেই আপনার মোবাইলে মেসেজ পাবেন। এরপর আপনি সেই মেসেজ অনুযায়ী আপনার কাছে থাকা ভোটার স্লিপটি নিয়ে গিয়ে পাসপোর্ট অফিস থেকে আপনার কাঙ্খিত পাসপোর্টটি নিয়ে নিবেন।
পাসপোর্ট করতে পুলিশ ভেরিভিকেশন কিভাবে হয়?
আপনি পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক দিয়ে আসার ১ সপ্তাহের মধ্যেই আপনার দেওয়া মোবাইল নাম্বারে পুলিশের ডিএসবি শাখা থেকে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে। পুলিশ ভেরিভিকেশন করতে সচারাচর আপনার বাড়িতে আসবে না পুলিশ। পুলিশ আপনাকে কিছু কাগজপত্র নিয়ে তার সাথে দেখা করতে বলবে। আপনি তার সাথে দেখা করে কাগজপত্রগুলো দিয়ে দিবেন।
পুলিশ ভেরিভিকেশনে কি কি কাগজপত্র জমা দিতে হয়
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- জন্ম নিবন্ধন সনদ (যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য)
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বিবাহিতদের জন্য)
- শিক্ষাগত যোগ্যতার সনদ কপি (যদি থাকে)
- বিদ্যুৎ বিলের কপি
- পেশাগত প্রমানের প্রত্যয়ন
- চেয়ারম্যান কর্তৃক নাগরিক/চারিত্রিক সনদপত্র
শেষকথা
দালাল বা কোন মিডিয়ার শরণাপন্ন না হয়ে নিজে নিজেই ই পাসপোর্ট করতে পারবেন। তাই পাসপোর্ট করতে কি কি লাগে এবং কিভাবে ধাপে ধাপে কি কাজ করতে হবে সে সম্পর্কে এই আলোচনা থেকে বিস্তারিত জেনে আবেদন করুন।
আরো পড়ুন
How Much Money To Pay The Passport Fee?
জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড
ই পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৪