জাতীয় পরিচয়পত্রে “ম্যাচ ফাউন্ড” সমস্যা এবং সমাধান

nid-match-found-problem

ম্যাচ ফাউন্ড সমস্যা (NID Match Found Problem)

আপনার বন্ধুদের সবার জাতীয় পরিচয়পত্র (National Id Card) হয়ে গেছে কিন্তু আপনারটা “ম্যাচ ফাউন্ড” কেন হয়েছে? এই সমস্যার পেছনে বেশ কিছু কারণ রয়েছে:

১. বায়োমেট্রিক মিলের সমস্যা: অনেক সময় ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য তথা আঙ্গুলের ছাপ একাধিক ব্যক্তির সাথে মিলে যায়, যার ফলে জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে সমস্যা হয়।

২. জন্মসনদ নম্বর: অধিকাংশ ক্ষেত্রে জন্মসনদ নম্বর এক হলেও, যদি কেউ একাধিক বার সেই জন্ম সনদ নম্বর ব্যবহার করে কিংবা অন্য ব্যক্তির সাথে তথ্যের অসঙ্গতি থাকে, তাহলে “ম্যাচ ফাউন্ড” সমস্যা দেখা দিতে পারে।

৩. তথ্যের ভুল: স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করতে যেসব তথ্য যেমন জন্মসনদ, পাসপোর্ট, টিআইএন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিতে যদি কোনো ভুল থাকে, তাহলেও জাতীয় পরিচয়পত্র পেতে সমস্যা হতে পারে।

আরো জানুনঃ

ম্যাচ ফাউন্ড সমস্যার সমাধান

যদি আপনি “ম্যাচ ফাউন্ড” সমস্যার কারণে জাতীয় পরিচয়পত্র না পেয়ে থাকেন, তাহলে নীচের নমুনা অনুযায়ী আবেদনপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে সমাধান হয়ে যাবে।

একজনের আঙুলের ছাপ অন্যজনের সঙ্গে মিলে গেলে (ম্যাচ ফাউন্ড) সমাধান পেতে মাঠপর্যায় থেকে ভুক্তভোগীদের এতদিন ইসি কার্যালয়, আগারগাঁও, ঢাকাতে আসতে হতো কিন্তু এখন থেকে আর ঢাকায় আসতে হবে না। উপজেলা কার্যালয়েই সমাধান পাওয়া যাবে। বিষয়টি ডিসেন্ট্রালাইজড হয়ে গেছে। এখন মাঠেই সেবা পাবেন। নীচের নমুনা অনুযায়ী আবেদনপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিলে সমাধান হয়ে যাবে।

আবেদন নমুনা Word.File Download করুন


তারিখঃ ১০/১০/২০২৪ খ্রিঃ

বরাবর,

উপজেলা নির্বাচন কর্মকর্তা

সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।

 

বিষয়: Match Found ডাটা সংশোধন করণ প্রসঙ্গে।

মহোদয়,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি মোঃ জামাল উদ্দিন, পিতাঃ মোঃ আখের আলী, মাতাঃ মোছাঃ করিমন নেছা, গ্রামঃ মালশাপাড়া, ডাকঘরঃ সিরাজগঞ্জ সদর, উপজেলাঃ সিরাজগঞ্জ সদর, জেলাঃ সিরাজগঞ্জ। আমি বিগত ২০২২ সালে নতুন ভোটার হয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য ছবি উত্তোলন করি। কিন্তু অন্য ভোটারের সাথে আমার তথ্য/আঙ্গুলের ছাপ ম্যাচ হওয়ার কারনে আমি জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে পারছি না। আমার জাতীয় পরিচয়পত্র নম্বর/ ফরম নম্বর ১২৩৪৫৬৭।

 

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, জাতীয় পরিচয়পত্রের সার্ভারে আমার তথ্য/আঙ্গুলের ছাপ ম্যাচ ফাউন্ড হওয়ায় প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণে আপনার সুমর্জি হয়।

 

বিনীত নিবেদক

স্বাক্ষরঃ…………………….
মোঃ জামাল উদ্দিন
মোবাইলঃ ০১৭০০০০০০০০


আপনার সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা করি

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top