নতুন ভোটার হতে কি কি কাগজ লাগে ২০২৫ | Documents For New Voter Application 2025

যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য যারা বাদ পড়েছেন বা অন্য যেকোন কারণে ভোটার হতে পারেননি; তারা নতুন ভোটার হতে পারবেন। আর ভোটার হওয়ার কিছুদিন পরেই এনআইডি (Nid Card) অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, ২০২৫ সালে নতুন ভোটার হতে কি কি কাগজ লাগে জেনে নিন।

নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগবে তা জানতে পারবেন এই পোস্টে। তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার কার্যক্রমে ১৭ বছর বয়সেও কিন্তু ভোটার হতে পারবেন। কিন্তু অনলাইনে আবেদন করে অফিসে গিয়ে ভোটার হতে চাইলে আপনার বয়স অবশ্যই ১৮ বছর পূর্ন হতে হবে। Online New Voter Application করতে চাইলে বয়স ১৮ হতে হবে এবং আবেদন করে অফিসে গিয়ে ভোটার হতে পারবেন। পরবর্তীতে নতুন ভোটার আইডি কার্ড পাবেন।

ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এ সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার কার্যক্রম পরিচালনা করবে নির্বাচন কমিশন।

এই হালনাগাদ ভোটার তালিকায় একজন নতুন ভোটার হতে কি কি কাগজ লাগেঃ

১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি
জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
নিকট আত্বীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) এনআইডির ফটোকপি
জেএসসি/এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/হোল্ডিং ট্যাক্স/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)

মনে রাখবেন

একাধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

যেহেতু দুই বার ভোটার হওয়ার সুযোগ নেই; তাই ভোটার হওয়ার সময় কিছু বিষয় সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকার কারনে ভোটার পরবর্তী ভোগান্তির শেষ নেই। আসুনে জেনে নেওয়া যাক নুতন ভোটার হওয়ার জন্য যেসব বিষয় সতর্ক থাকতে হবেঃ

  • নিজের নাম, পিতা-মাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে
  • জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে
  • স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে
  • কোন অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন হতে প্রকাশিত নতুন ভোটারের প্রচারিত মিডিয়া ব্যানারটি নিচে লক্ষ্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top