যদি আপনার শিশুর জন্ম নিবন্ধন করার সময় টিকা কার্ড ব্যবহার করে থাকেন এবং জন্ম নিবন্ধন করার পর জন্ম তারিখে ভুল ধরা পড়ে, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনি সহজেই জন্ম নিবন্ধন বয়স সংশোধন করতে পারবেন। এছাড়াও বয়স্করাও জন্ম নিবন্ধনে জন্ম তারিখ ভুল হলে সংশোধনের পক্ষে কিছু কাগজপত্র দিয়ে সংশোধন করতে পারবেন। আজকের ব্লগ পোস্টটি জন্ম নিবন্ধন বয়স সংশোধনের নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে।
শিশুর জন্ম সনদের জন্ম তারিখ ভুল থাকলে করণীয়
শিশুর জন্ম নিবন্ধনে জন্ম তারিখ সংশোধনের জন্য আপনাকে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে:
- অনলাইন আবেদন: আপনাকে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এজন্য আপনাকে সংশোধনের প্রয়োজনীয় তথ্য পূরণ করে সংশ্লিষ্ট নথি যেমন টিকা কার্ড আপলোড করতে হবে।
- ফরম পূরণ করে জমা: আপনি চাইলে সংশোধনের জন্য অনলাইনে আবেদন না করে অফলাইনে ফরম পূরণ করে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ অফিসে জমা দিতে পারেন। ফরমের সাথে সন্তানের টিকা কার্ড পুনরায় জমা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি সমাধান করবে। এভাবে খুব সহজেই শিশুর জন্ম তারিখের ভুল সংশোধন করা যায়।
বয়স্ক ব্যক্তির জন্ম সনদের জন্ম তারিখ ভুল হলে করণীয়
ধরুন, আপনার জন্ম তারিখ ১৯৮৭ এর স্থলে ১৯৭৮ হয়ে গেছে, আবার ধরুন জন্ম তারিখ ২০০১ এর স্থলে ১৯৯৭ হয়ে গেছে। তাহলে এই ভুল সংশোধনের জন্য আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে:
- শিক্ষাগত সনদ প্রদর্শন: যদি আপনার এস.এস.সি বা সমমানের কোনো পরীক্ষার সনদ থাকে, সেখানে সঠিক জন্ম তারিখ উল্লেখ থাকলে, সেটি প্রদর্শন করে জন্ম সনদের সংশোধনের জন্য আবেদন করতে পারেন। এছাড়া, অন্য যে কোনো বোর্ড পরীক্ষার সনদও জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
- জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার: যদি আপনার জাতীয় পরিচয়পত্র (NID) থাকে এবং সেখানে সঠিক জন্ম তারিখ থাকে, তবে সেটি ব্যবহার করেও আপনি অনলাইনে জন্ম সনদ সংশোধনের আবেদন করতে পারেন।
- অন্যান্য প্রমাণপত্র: আপনি আপনার JSC, SSC, HSC বা অন্য যেকোনো বোর্ড পরীক্ষার সনদের সঠিক জন্ম তারিখ উল্লেখ করে জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদন করতে পারবেন। সংশোধনের জন্য আপনাকে প্রমাণ হিসেবে এই নথিগুলো জমা দিতে হবে।
এভাবে, আপনি প্রয়োজনীয় প্রমাণপত্র যোগ করে অনলাইনে জন্ম সনদ সংশোধনের আবেদন করতে পারেন এবং সহজেই ভুল সংশোধন করতে করতে পারবেন।
বয়স সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজ লাগে
জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন করার সময় কিছু নির্দিষ্ট প্রমাণপত্র যুক্ত করতে হয়। নিচে উল্লেখিত প্রমাণপত্রগুলো জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার ক্ষেত্রে জমা দিতে হবে:
- ইপিআই কার্ড (শিশুর টিকা কার্ড):
- শিশুর জন্ম তারিখের প্রমাণ হিসেবে টিকা কার্ড সংযুক্ত করতে হবে।
- এস.এস.সি বা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ:
- নিবন্ধনাধীন ব্যক্তির এস.এস.সি, এইচ.এস.সি বা যে কোনো শিক্ষা কর্তৃক প্রদত্ত সনদ বা সার্টিফিকেটের স্ক্যান করা কপি দিতে হবে।
- জাতীয় পরিচয়পত্র (NID):
- নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, যেখানে সঠিক জন্ম তারিখ রয়েছে সেটি দিতে হবে।
- পিতামাতার জাতীয় পরিচয়পত্র:
- যদি অস্বাভাবিক জন্ম তারিখ দেওয়া থাকে এবং অন্য কোনো প্রমাণপত্র না থাকে, তবে পিতার বা মাতার জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া যেতে পারে।
- ইস্যু সম্পর্কিত ফাইল:
- যদি পুরাতন জন্ম নিবন্ধনকে ডিজিটাল করা হয়, তবে ইস্যু সম্পর্কিত ফাইল জমা দিতে হবে।
- চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা জন্ম সনদ:
- চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি।
- এছাড়া, পূরণকৃত আবেদনপত্রে বার্থ এটেন্ডেন্সের প্রত্যয়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
এই প্রমাণপত্রগুলো জমা দেওয়ার মাধ্যমে সহজেই জন্ম তারিখ সংশোধনের আবেদন করা সম্ভব হবে এবং সংশোধন হয়ে নতুন জন্ম সনদ পাওয়া যাবে।
জন্ম নিবন্ধন বয়স সংশোধনের নিয়ম / Date of Birth Correction of Birth Certificate
জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য জন্ম সনদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়া জন্ম নিবন্ধন সংশোধনী ফরম ফিলাপ করে অফলাইনেও আবেদন করা যায়। অনলাইনে সংশোধনের আবেদন করার জন্য সরাসরি এখানে ক্লিক করুন > জন্ম নিবন্ধন সংশোধন আবেদন
উপরের এই পেজটি ওপেন হবে। এরপর মেনুবার থেকে জন্ম নিবন্ধন মেনুর উপর টাচ করে লাল মার্ক করা জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এর উপর ক্লিক করুন।
এরপর আপনার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, ক্যাপচা প্রবেশ করিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এরপর একটু নিচেই আপনার জন্ম তারিখ, নাম, পিতার নাম, মাতার নাম দেখতে পাবেন এবং ডান পাশের নির্বাচন করুন বাটনে ক্লিক করুন। নিচের মত পপআপ আসবে।
এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করুন।
এরপর নিচের মত পেজ ওপেন হলে বিষয় থেকে জন্ম তারিখ সিলেক্ট করুন, এরপর চাহিত সংশোধিত তথ্যের এখানে আপনি এখন যে জন্ম তারিখ বা বয়স চাচ্ছেন সেটা লিখে দিন। এরপর সংশোধনের কারণ হিসেবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে সিলেক্ট করে দিন। এরপর সংযোজন ক্লিক করে একে একে আপনার কাগজপত্র সংযুক্ত করুন। এভাবে ধাপগুলো শেষ করে আবেদন সম্পন্ন করে ফরমটি ডাউনলোড করে আপনার ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন/পৌরসভাতে জমা দিতে হবে। সবকিছু সঠিক থাকলে তারা সংশোধন করে দিবে।
জন্ম নিবন্ধন বয়স সংশোধন আবেদনের কিভাবে করবেন তা জানার জন্য নিচের ভিডিওটি দেখুন।
আরো জানুনঃ
- জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি
- জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড
- ওয়ারিশ সনদ কি? ওয়ারিশ সনদ কি কি কাজে লাগে?
এছাড়াও যদি আপনি অনলাইনে আবেদন না করতে চান তাহলে আপনাকে অফলাইনে একটি ফরম পূরন করে সেই ফরমের সাথে কাগজপত্র যুক্ত করে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
ম্যানুয়াল আবেদন ফরম ডাউনলোড করুন