যেভাবে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন

যেভাবে nid কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করবেন

আপনার এনআইডি কার্ডের ছবি অসুন্দর বা অস্পষ্ট? যদি তাই হয়ে থাকে তাহলে, জেনে নিন NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করার সঠিক নিয়ম ও প্রক্রিয়া।

আমাদের অনেকের জাতীয় পরিচয় পত্র বা NID কার্ডের ছবি এতটাই অস্পষ্ট যে, ছবি দেখে ব্যক্তির পরিচয় যাচাই করা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও অনেকে বছর আগে এনআইডি কার্ড করেছেন কিন্তু বর্তমানে চেহারার সাথে খুব একটা মিল খুঁজে পাওয়া যায় না। এমন যদি হয়, তবে আপনি সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে যেভাবে NID কার্ডে ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন।

এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই লেখাটি বিশেষ করে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এনআইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে নিচের লেখাটুকু মনোযোগ দিয়ে পড়ুন।

 

NID কার্ডের ছবি পরিবর্তন

১. নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত:
আপনার ভোটার এলাকার নির্বাচন অফিসে গিয়ে স্ব-শরীরে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ সংগ্রহ করে তা পূরণ করতে হবে। জাতীয় পরিচয়পত্র ছবি পরিবর্তন আবেদন ফি (ভ্যাটসহ) ২৩০ টাকা যা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং চার্জ ৬ টাকা যুক্ত হয়ে মোট খরচ হবে ২৩৬ টাকা।

২. মোবাইল ব্যাংকিংয়ে ফি প্রদান করুন:
বিকাশ ও রকেট মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন ফি জমা দেওয়া যাবে।

৩. আবেদনপত্র জমা :
আবেদন ফরম-২ জমা দেওয়ার পরে নির্ধারিত তারিখে পুনরায় নতুন ছবি ও স্বাক্ষর গ্রহণ করে এনআইডির সার্ভারে যুক্ত করার জন্য কাজ করবে নির্বাচন অফিস।

৪. জেলা নির্বাচন অফিসারের অনুমোদন প্রাপ্তি:
ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন “খ” ক্যাটাগরির আবেদন হওয়ায়, এটি জেলা নির্বাচন অফিসার কর্তৃক অনুমোদিত হতে হবে। আবেদন অনুমোদনের পরে আপনার Mobile এ SMS এর মাধ্যমে জানানো হবে।

৫. সংশোধিত NID ডাউনলোড করুন:
অনুমোদন পাওয়ার পর বা আপনার মোবাইলে সংশোধনী এসএমএস পাওয়ার পর অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্রের সংশোধিত কপি ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ

 

 ছবি ও স্বাক্ষর পরিবর্তনের জন্য সংশোধন ফরম-২ পূরন পদ্ধতি

১. জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ২ পূরণ

প্রথমেই আপনি  এনআইডি তথ্য সংশোধন ফরম-২ ডাউনলোড করে প্রিন্ট নিবেন, এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করতে ফরমটি অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে ফিলাপ করুন। নিচে ফরম-২ পূরন করে দেখানো হলো-

যেভাবে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন
এনআইডি তথ্য সংশোধন ফরম-২ পূরন

২. সংশোধন ফি পরিশোধ করুন

জাতীয় পরিচয় পত্রের তথ্য সংশোধন মূলত ৩ টি (ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ব্যক্তিগত ও অন্যান্য তথ্য) ভাগে ভাগ করা। ছবি ও স্বাক্ষর এগুলো মূল তথ্যের অন্তর্ভুক্ত। তাই এই ধরণের সংশোধনের জন্য NID Info Correction ক্যাটাগরিতে ২৩০/- টাকা সংশোধন ফি বিকাশ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অনলাইনের মাধ্যমে ফি পরিশোধের ক্ষেত্রে সংশোধনী আবেদন ফরম-২ এর ৫ নম্বর ক্রমিকে ফি জমা দানের রশিদ অংশে বিকাশ Transaction ID লিখে দিতে পারেন।

বিকাশের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ফি পরিশোধ পদ্ধতি

৩. ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • পূরণকৃত সংশোধনী আবেদন ফরম-২
  • এনআইডি কার্ডের ফটোকপি
  • মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ছবি যুক্ত প্রত্যয়নপত্র
  • স্বাক্ষরের স্বপক্ষে প্রমানক/প্রমানপত্র

বিঃদ্রঃ স্বাক্ষরের স্বপক্ষে প্রমানপত্র হিসেবে পাসপোর্ট থাকলে দেওয়া যাবে। যদি পাসপোর্ট না থাকে তবে স্বাক্ষর সত্যায়নের প্রত্যয়ন দিতে হবে।

স্বাক্ষর সত্যায়নের প্রত্যয়ন ডাউনলোড (পিডিএফ কপি)

স্বাক্ষর সত্যায়নের প্রত্যয়ন ডাউনলোড (পিডিএফ কপি)
নমুনা কপি

 

৪. আবেদন জমা দিন

পূরণকৃত আবেদন ফরমের সাথে ৩ নম্বর ক্রমিকে উল্লেখিত কাগজপত্র  সংযুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্বশরীরে জমা দিন।  আবেদন জমা দেওয়ার পর পরবর্তীতে আপনাকে একটি নির্দিষ্ট তারিখে উপস্থিত হতে বললে উপস্থিত হবেন। ঐদিন আপনার ছবি এবং স্বাক্ষর নতুন করে নিবে এবং এনআইডি সার্ভারে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আপনার ডাটা Upload করবে।

  • এনআইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তনের আবেদন জেলা নির্বাচন অফিস থেকে অনুমোদন করা হয়।

৫. সংশোধিত NID Card ডাউনলোড করুন

আবেদন অনুমোদন হওয়ার পর জাতীয় পরিচয়পত্রের Website থেকে সংশোধিত NID Card ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অ্যাকাউন্ট লগইন/রেজিস্টার এর মাধ্যমে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ করে Nid Wallet অ্যাপসের মাধ্যমে ফেইস ভেরিফিকেশন সম্পূর্ণ করে Profile থেকে “ডাউনলোড” অপশনে প্রবেশ করে সংশোধিত জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, যাদের Smart Card রয়েছে, তারা কিন্তু আর নতুন Smart Card আপাতত পাবেন না। আপাতত ডাউনলোডকৃত পেপার লেমিনেটেট কার্ড দিয়ে সকল কাজ করতে পারবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড রিইস্যু করার সুযোগ দিলে নতুন স্মার্ট কার্ড পাবেন।

Smart Card হারানো/ সংশোধন করার পর নতুন স্মার্ট কার্ড উত্তোলন পদ্ধতি

 

FAQs

কিভাবে এনআইডি কার্ডের স্বাক্ষর পরিবর্তন করব ?
জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম-২ পূরণ করে আবেদন ফি পরিশোধ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে জমা দিন।

ছবি পরিবর্তনের পর আমি কি নতুন স্মার্ট কার্ড পাব?
না, স্মার্ট কার্ড পাওয়ার সুযোগ নেই। আপাতত, ডাউনলোডকৃত পেপার লেমিনেটেট কার্ড দিয়ে সকল কাজ করা যাবে।

নতুন ভোটার  নতুন ভোটার হতে কি কি কাগজ লাগে
ভোটার আইডি স্থায়ী ঠিকানা পরিবর্তন
এনআইডি সংশোধন পিতা ও মাতার নাম সংশোধন
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top