ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন পদ্ধতি ২০২৪

nid correction

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করার জন্য নির্বাচন কমিশনের সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। এনআইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করতে কি কি কাগজপত্র দিলে ভোটার আইডি কার্ড দ্রুত সংশোধন হবে এবং এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন কিভাবে করবেন তা নিয়েই নিন্মের আলোচনা।

ভোটার আইডি কার্ডে পিতা এবং মাতার নাম সংশোধন করতে যে যে কাগজপত্র প্রয়োজন

এনআইডি কার্ডে পিতা ও মাতার নামে মুদ্রনজনিত ভুল

শুধু পিতা এবং মাতার নামে যদি মুদ্রন জনিত কোন ভুল হয়ে থাকে তাহলে আপনাকে নিন্মোক্ত কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে-

  • যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে-

  1. পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
  2. পিতা/মাতার এনআইডি
  3. পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
  4. ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
  • যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাদের ক্ষেত্রে-

  1. অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  2. পিতা/মাতার এনআইডি
  3. পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
  4. ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি

এনআইডি কার্ডে পিতা ও মাতার নাম আংশিক সংশোধন/সংযোজন/বিয়োজন

  • যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে-

  1. পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
  2. পিতা/মাতার এনআইডি
  3. পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
  4. ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
  • যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাদের ক্ষেত্রে-

  1. অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  2. পিতা/মাতার এনআইডি
  3. পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
  4. ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
  5. পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)

পিতা অথবা মাতা যেকোন এক জনের নামের সম্পূর্ন/আমূল পরিবর্তন

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন যদি পিতা এবং মাতার নামের মধ্যে যেকোন এক জনের নাম পুরোপুরি পরিবর্তন করতে চান তাহলে নিন্মোক্ত কাগজপত্রগুলো অবশ্যই দাখিল করলে এ্নআইডি কার্ড সংশোধন হয়ে যাবে।

কাগজপত্রগুলো হলো-

  1. অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  2. পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
  3. পিতা/মাতার এনআইডি
  4. পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
  5. ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
  6. পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  7. চাকুরী বহি/পেনশন বহির সত্যায়িত কপি
  8. কাবিননামার কপি (বিবাহিতদের জন্য)
  9. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেডের হলফনামা
  10. উপজেলা নির্বাচন অফিসারের সরেজমিন তদন্ত প্রতিবেদন

পিতা ও মাতা উভয়ের নামের সম্পূর্ন বা আমূল পরিবর্তন

ভোটার আইডি কার্ডে যদি পিতা ও মাতা দুজনের নামই সম্পূর্ন পরিবর্তন করতে হয় তাহলে অনলাইনে আবেদন করার সময় নিন্মোক্ত কাগজসমূহ লাগে-

  1. পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
  2. অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  3. পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
  4. ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
  5. পিতা-মাতার এনআইডি
  6. সার্ভিস বুকের কপি এবং অফিস প্রধানের প্রত্যয়নপত্র (সরকারি চাকুরিজীবীর ক্ষেত্রে)
  7. পেনশন বহির কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  8. পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  9. কাবিননামার কপি (বিবাহিতদের জন্য)
  10. চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেডের হলফনামা
  11. ওয়ারিশ/পারিবারিক উত্তরাধিকার সনদপত্র (এনআইডি নাম্বার ও বয়স উল্লেখসহ)
  12. চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন
  13. উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন আবেদন কিভাবে করবেন

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন করার জন্য প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিতে হবে। কাগজপত্র ঠিকঠাক থাকলে অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন
nid correction server

এরপর এখান থেকে রেজিস্ট্রেশন করে সংশোধনের আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করতে হয় তা জানার জন্য ভিডিও দেখুন

শেষকথা

ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম সংশোধন আবেদন সম্পূন্ন হওয়ার পর ১ থেকে ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর আপনার আবেদন উপযুক্ত বিবেচনা হলে মোবাইলে সংশোধনের ম্যাসেজ পাবেন। আর যদি উপযুক্ত না হয় তাহলে আবেদন বাতিলের ম্যাসেজ পাবেন। এছাড়াও আরো কাগজপত্র প্রয়োজন হলে আপনাকে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দিবে। আর অবশ্যই নির্বাচন কমিশনের হেল্প লাইন নাম্বার ১০৫ থেকে এই ম্যাসেজ দেওয়া হবে।

আইডি কার্ড সংক্রান্ত যেকোন প্রয়োজনে হেল্প লাইন নাম্বার ১০৫ এ কল করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সম্পর্কে আরো জানতে

Nid Server Copy Download 

NID Card এ নিজের নাম সংশোধন

Applying For A New Voter ID

জেনে নিন, আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা?

নতুন ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আপনার প্রশ্নের উত্তর জেনে নিন

ভোটার এলাকা স্থানান্তর করতে করনীয় (Voter Area Migration System)

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top