ভোটার আইডি কার্ডে পিতা মাতার নাম পরিবর্তন করার নিয়ম

ভোটার আইডি কার্ডে পিতা মাতার নাম সংশোধন

এনআইডি কার্ড (National ID Card) বা ভোটার আইডি কার্ডে পিতা মাতার নাম পরিবর্তন করার জন্য অনলাইন/অফলাইনে আবদেন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনি নিজেই অথবা অনলাইনে কাজ করে এমন কোন কম্পিউটারের দোকানে গিয়ে আবদেন করতে হবে।

অথবা আপনি অফলাইনে অর্থ্যাৎ কাগজপত্র নিয়ে আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে পারবেন।

অনলাইন/অফলাইন দুটি পদ্ধতির মধ্যে সবচেয়ে ভাল হয় আপনি অনলাইন পদ্ধতিতে আবেদন করা।

পিতা মাতার নাম সম্পূর্ন্য পরিবর্তন করার জন্য যেসব কাগজপত্র লাগবে

  • ১। অনলাইন জন্ম সনদ
  • ২। পি.ই.সি.ই/জে.এস.সি/এস.এস.সি/এইচএসসি/অনার্স/মাস্টার্স বা সমমান সনদ/সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/অ্যাডমিট কার্ড/মার্কশিট
  • ৩। চাকুরি বহি/পেনশন বহির সত্যায়িত কপি
  • ৪। রেজিস্ট্রার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামার কপি
  • ৫। পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র
  • ৬। ভাই/বোনের জাতীয় পরিচয়পত্র কপি/জন্ম সনদ/শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ৭। ওয়ারিশ/পারিবারিক সনদ
  • ৮। মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ৯। পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ১০। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মুখে সম্পাদিত হলফনামা
  • ১১। ডিএনএ রিপোর্ট (পারস্পারিক অস্বীকৃতি/বিরোধের ক্ষেত্রে)
  • ১২। সহঃ উপজেল/উপজেলা/থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)

পিতা মাতার নাম আংশিক পরিবর্তন

এনআইডি কার্ডে বা ভোটার আইডি কার্ডে যদি পিতা এবং মাতার নাম আংশিক পরিবর্তন করতে চান অর্থ্যাৎ পিতা মাতার মূল নাম ঠিক রেখে আগে পরে কিছু সংশোধন বা পরবর্তন থাকে তাহলে অনলাইনে সংশোধনোর আবেদন করবেন।

অনলাইনে পিতা মাতার নাম সংশোধন করতে উপযুক্ত কাগজপত্র সংযুক্ত করতে পারলে খুব সহজেই এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে।

পিতা মাতার নাম আংশিক পরিবর্তন করতে প্রয়োজনীয় কাগজপত্র

  • ১। অনলাইন জন্ম সনদ
  • ২। পি.ই.সি.ই/জে.এস.সি/এস.এস.সি/এইচএসসি/অনার্স/মাস্টার্স বা সমমান সনদ/সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/অ্যাডমিট কার্ড/মার্কশিট
  • ৩। পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র (যদি আপনার চাহিত সংশোধনের সাথে মিল থাকে)
  • ৪। পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)

পিতা-মাতার নাম সংশোধন করতে যদি উপরে উল্লেখিত কাগজপত্র আপনি সঠিকভাবে স্ক্যান করে অনলাইনে সংশোধনের আবেদন করেন তাহলে ইনশাল্লাহ এনআইডি কার্ড সংশোধন হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top