ভোটার এলাকা পরিবর্তন বা স্থানান্তর করার জন্য ভোটার এলাকা স্থানান্তর ফরম-১৩ পূরণ করে অফিসে জমা দিতে হয়। ভোটার স্থানান্তর ফরম ১৩ সঠিকভাবে ফিলাপ করে স্বশরীরে অফিসে জমা দিয়ে আসতে হয়।
এজন্য প্রথমে আপনাকে NID Form 13 ডাউনলোড প্রিন্ট করে নিতে হবে। এরপর ভোটার এলাকা পরিবর্তন ফরমটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে জমা দিতে হবে।
ভোটার এলাকা পরিবর্তন ফরম
ভোটার এলাকা পরিবর্তন করতে ভোটার স্থানান্তর ফরম ১৩ অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আপনি নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গেলেও Nid Address Change Form 13 পাবেন। ভোটার এলাকা পরিবর্তন ফরম ডাউনলোড করুন।
NID Form 13 এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ ব্যক্তিকে নিজে গিয়ে বর্তমান যে ঠিকানায় ভোটার হতে চাচ্ছে সেই নির্বাচন অফিসে জমা দিতে হবে।
NID Transfer Form জমা দেওয়ার পর ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ভোটার আইডি কার্ডের ঠিকানা অর্থ্যাৎ ভোটার এলাকার ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আপনি ফরম জমা দেওয়ার ১ থেকে ২ সপ্তাহের মধ্যে ফরমে লেখা মোবাইল নম্বরে মেসেজ পাবেন। (আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি গ্রহণ করা হয়েছে, অনুমোদনের জন্য অপেক্ষা করুন)। এরপর ২/৩ সপ্তাহের মধ্যে ২য় আরও একটি ম্যাসেজ পাবেন। (আপনার ভোটার স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে)।
২য় মেসেজটি পাওয়ার পর বুঝে নিবেন যে, আপনার ভোটার এলাকা স্থানান্তর হয়ে গেছে। ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনুমোদন হলেই, আপনার নাম ওই এলাকার ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়ে যাবে। পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন।
ভোটার এলাকা স্থানান্তরের পর নতুন আইডি কার্ড
ভোটার এলাকা স্থানান্তর করার পর আপনি নতুন ঠিকানার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র পাবেন না। ঠিকানা পরিবর্তনের পরে নতুন ভোটার আইডি কার্ড দেয়া হয় না। আপনার যদি নতুন ঠিকানার এনআইডি কার্ড প্রয়োজন হয় তাহলে জাতীয় পরিচয়পত্র রিইস্যুর আবেদন করে কার্ড উঠিয়ে নিতে হবে।
আবেদন করার জন্য Nid Reissue Fee 230Tk পেমেন্ট করতে হবে। ভোটার আইডি কার্ড রিইস্যুর আবেদন করার জন্য নিচের ভিডিওটি দেখুনঃ
ভোটার এলাকা পরিবর্তন করতে কি কি কাগজ লাগে
এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তর করতে যে যে কাগজপত্র লাগবেঃ
- ভোটার স্থানান্তর ফরম ১৩ (Download)
- ভোটার আইডি কার্ডের ফটোকপি
- যে এলাকায় স্থানান্তর হবে সেই এলাকার নাগরিকত্ব সনদ বা প্রত্যয়নপত্র
- ইউটিলিটি বিল (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানি বিলের কপি)
- চৌকিদারী কর রশিদ/বাড়িভাড়া রশিদ/পৌরকর রশিদ কপি
- সর্বশেষ ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে শনাক্তকারীর স্বাক্ষর। এই অংশে সংশ্লিষ্ট এলাকার (ওয়ার্ড মেম্বার/ কাউন্সিলর/ চেয়ারম্যান) স্থানীয় সরকার প্রতিনিধির কাউকে দিয়ে তার NID নম্বরসহ নাম, স্বাক্ষর ও সিল দিতে হবে।
NID Transfer Form 13 কিভাবে পূরন করবেন বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ