স্মার্টফোন ব্যবহারে আপনি যদি এখনই সতর্ক না হোন তাহলে আপনাকে নিঃস্ব হতে পারেন এই স্মার্টফোন ব্যবহারের কারনে। বর্তমানে স্মার্ট ফোন সহজলভ্য হওয়াতে এবং সোস্যাল এ্যাপ ব্যবহার বৃদ্ধির কারনে তথ্য ও স্মার্ট ফোন স্টোরেজ নিয়ন্ত্রনে নিয়ে চলছে ব্লাকমেইল।
অ্যাপ কি আপনার মোবাইল নিয়ন্ত্রনে নিতে পারে?
হ্যাঁ, এমন কিছু অ্যাপ রয়েছে যা আপনার ফোনটি সহজেই নিয়ন্ত্রনে নিতে পারে। রিমোট এক্সেস অ্যাপ্লিকেশন এই অ্যাপগুলো আপনাকে অন্য ডিভাইস থেকে আপনার ফোন নিয়ন্ত্রন করতে দেয়। যেমন AnyDesk, Team Viewer বা Google Remote Desktop ব্যবহার করে আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফোনের স্ক্রিন দেখতে এবং নিয়ন্ত্রন করতে পারেন। প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ্লিকেশন এই অ্যাপগুলো পিতামাতাদের তাদের সন্তানদের ফোন ব্যবহারের উপর নিয়ন্ত্রন রাখতে দেয়। যেমন Family Time বা Qustodio ব্যবহার করে পিতামাতারা অ্যাপ ব্লক করে রাখতে পারেন, ওয়েবসাইট ব্লক করতে পারেন এমনকি তাদের সন্তানদের কতক্ষণ ফোন ব্যবহার করতে দেওয়া হবে সেটাও নিয়ন্ত্রন করতে পারেন।
স্মার্টফোন আপনার জীবনের জন্য কি হুমকি হতে পারে?
হ্যাঁ, ইদানিং বিভিন্ন প্রতারক চক্র আপনাকে হোয়াটসঅ্যাপ বা অন্য কোন স্যোশাল মিডিয়া ব্যবহার করে ভিডিও কল দিয়ে আপনার ছবি সংগ্রহ করে। তারপর সেই ছবি দিয়ে AI সফটওয়্যার ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে ভয়ভীতি দেখিয়ে প্রতারন করে। আর এমন নোংড়া ঘটনায় আপনার জীবনের সঞ্চিত সম্পদ হারিয়ে ফেলতে পারেন নিমেষেই।
অনলাইন নিঃস্ব হওয়ার আগে জানুন, প্রতারণা করার পদ্ধতিগুলো কি রকম?