আপনি কি রবি সিমের নাম্বার বের করতে চাচ্ছেন? রবি নাম্বার কিভাবে দেখে জানতে চান? তাহলে আপনি সঠিক ব্লগ পোস্টটিই পড়ছেন। এই ব্লগ পোস্টে রবি নাম্বার দেখার কোড কি? রবি নাম্বার বের করার নিয়ম কী? এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আপনার রবি সিমের নাম্বার না জানা থাকার কারনে সমস্যায় পড়েন তাহলে এই পোস্টটি ভালভাবে পড়ুন।
এই পোস্টটিতে রবি নাম্বার দেখার নিয়ম। কীভাবে সহজে রবি নাম্বার দেখতে পারবেন, এছাড়াও রবি সিমের যাবতীয় কোড সম্পর্কে বলা হয়েছে। আপনি পোস্টটি ভালভাবে পড়লে রবি সিম নিয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
রবি নাম্বার কিভাবে দেখে?
একাধিক পদ্ধতিতে রবি সিমের নাম্বার দেখা যায়। বর্তমানে বিশ্বের সকল সিম কোম্পানিগুলো গ্রাহকদের কথা চিন্তা করে নাম্বার চেক কোডটি সহজ করে দিয়েছে।মোট ৩টি উপায়ে রবি সিমের নাম্বার দেখা যায়।
- নতুন ইউএসএসডি কোড ব্যবহার করে নাম্বার দেখা যায়
- পুরাতন ইউএসএসডি কোড ব্যবহার করে
- এবং রবি অ্যাপস ব্যবহার করে নাম্বার দেখা
রবি সিমের নাম্বার দেখার কোড
নতুন ইউএসএসডি কোড ব্যবহার করে নাম্বার দেখা
রবি সিমের নাম্বার দেখার নতুন কোড হলো *২# । আপনি আপনার রবি সিমের নাম্বার বের করার জন্য এই কোডটি ব্যবহার করতে পারেন। এজন্য আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে (*২#) ডায়াল করলেই রবি সিমের নাম্বারটি বের হয়ে যাবে।
পুরাতন ইউ এস এস ডি কোড ব্যবহার করে রবি নাম্বার দেখা
পুরাতন এইএসএসডি কোড ব্যবহার করেও আপনি রবি সিমের নাম্বার দেখতে পারবেন সহজেই। পূর্বের রবি সিমের নাম্বার দেখার ইউ এস এস ডি কোড *১৪০*২*৪# ব্যবহার করেও রবি নাম্বারটি বের করা যাবে। এজন্য আপনার ফোনের ডায়ালে গিয়ে (*১৪০*২*৪#) কোডটি তুলে ডায়াল করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত নাম্বার। আমি আপনার সাজেস্ট করবো আপনি নতুন ইউএসএসডি কোড ব্যবহার করে রবি নাম্বার বের করবেন। কারন তা খুব সহজ।
অ্যাপস এর মাধ্যমে রবি সিমের নাম্বার বের করার উপায়
সকল সিম কোম্পানির মোবাইল অ্যাপস রয়েছে। রবি সিম অপারেটরেরও নিজস্ব অ্যাপ সিস্টেম রয়েছে। রবি অ্যাপস লগইন সম্পূর্ন ফ্রি। এমনকি রবি অ্যাপসে লগইন করতে কোন এমবির প্রয়োজন হয় না। শুধু মোবাইল ফোনের ডাটা সিস্টেম অন করে রবি অ্যাপস ব্যবহার করা যাবে। রবি অ্যাপসে লগইন করলেই আপনার রবি সিমের নাম্বারটি দেখতে পারবেন।
রবি সিমের সকল কোড সমূহ, যা জানা জরুরী
রবি সিমের নাম্বার দেখার কোড *২#
রবি সিমের ব্যালান্স চেক করার কোড *২২২#
রবি সিমের মিনিট ব্যালান্স চেক করার কোড *৩#
রবি সিমের ইমারজেন্সি ব্যালান্স কোড *১২৩*০০৭#
আপনার মোবাইল ব্যবহার করার সময় বা সেই দিনের অফার জানতে *৯৯৯#
রবি সিমের এসএমএস ব্যালান্স চেক করার কোড *২২২*১১#
01 | রবি সিমের নাম্বার দেখার কোড | *2# |
02 | রবি সিমের ব্যালান্স চেক করার কোড | *222# |
03 | রবি সিমের মিনিট ব্যালান্স চেক করার কোড | *3# |
04 | রবি সিমের ইমারজেন্সি ব্যালান্স কোড | *123*007# |
05 | আপনার মোবাইল ব্যবহার করার সময় বা সেই দিনের অফার জানতে | *999# |
06 | রবি সিমের এসএমএস ব্যালান্স চেক করার কোড | *222*11# |
আপনি যদি রবি সিম রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে পরামর্শ দিবো যে, আপনি আপনার স্মার্টফোনে রবি অ্যাপটি ইন্সটল করে নিন। কারন অ্যাপসের মাধ্যমে বারবার কোড টাইপ করে ডায়াল করার ঝামেলা নাই। এছাড়াও বেশ কিছু সুবিধা পাওয়া যায় রবি অ্যাপস ব্যবহারের মাধ্যমে। যেমনঃ
- রবি সিমের ব্যালান্স কত টাকা আছে দেখা যায়।
- আপনার জন্য রবির কি কি অফার রয়েছে তা দেখা যাবে।
- এবং কম টাকায় বিভিন্ন অফার পেয়ে যাবে অ্যাপস ব্যবহারের মাধ্যমে।
পাসপোর্ট | ই-পাসপোর্ট করতে করণীয় |
ভোটার আইডি কার্ড | যেভাবে NID কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন করবেন |
স্মার্ট জাতীয় পরিচয়পত্র | Smart Card উঠাতে কি কি লাগবে |
সার্টিফিকেট | সার্টিফিকেট যাচাই করুন – Certificate Verify |