নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ফরম-১৩ পূরন করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
আবেদনপত্রের সাথে নিন্মোক্ত কাগজপত্র জমা দিতে হবেঃ
১। আবেদনকারীর ভোটার আইডি কার্ডের ফটোকপি।
২। যে এলাকায় স্থানান্তর হবেন সেই এলাকার নাগরিকত্ব সনদ।
৩। বিদ্যুৎ/পানি বিল/গ্যাস বিল/ট্যাক্স রশিদ/ বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম
৪। ফরম-১৩ এর ২য় পাতায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট মেয়র/চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বারের এনআইডি নাম্বারসহ নাম ও স্বাক্ষর এবং সীল থাকতে হবে।
বিঃদ্রঃ ভোটার এলাকা স্থানান্তর হয়ে গেলে নতুন এনআইডি কার্ড প্রদান করা হয় না। যদি কেউ স্থানান্তরিত এলাকার নতুন কার্ড নিতে চায় তাহলে তাকে ২৩০ টাকা সরকারি ফি পরিশোধ করে রিইস্যুর আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।