Mobile Phone Attack Virus
আমরা সকলেই এখন স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু ব্যবহারের ক্ষেত্রে অসতর্ক থাকার কারনে ফোনে ভাইরাস প্রবেশ করে। যার কারনে ফোন হ্যাং করে, ফোন অল্প সময়ে গরম হয়ে যায়, স্লো কাজ করা সহ নানাবিধ সমস্যা দেখা দেয়।
এবার জেনে নেওয়া যাক, ফোনে কিভাবে ভাইরাস প্রবেশ করে এবং সেই ভাইরাস আটকানোর ৫টি উপায়ঃ
ই-মেইলে ম্যাসেজঃ আপনার ইমেইলে যদি কোন অজানা মেইল আসে, যেমন ধরুন কোন সিনেমার লিংক, কোন অফারের লিংক। তাহলে কখনই অজানা এই লিংকে ক্লিক করার মত ভুল করবেন না।
অজানা লিংকে ক্লিকঃ মাঝে মাঝেই আমাদের ফোনে অজানা লিংক চলে আসে। আর সেই লিংকে ক্লিক করলেই মহাবিপদ। হোয়াটস অ্যাপ, ম্যাসেঞ্জার, ইমো, ই-মেইলে আসা অজানা লিংক দেখা মাত্রই ক্লিক করা যাবে না। এতে করে ফোন ভাইরাস ছড়িয়ে যেতে পারে।
APK ফাইলঃ অ্যান্ড্রেয়েট ফোনের জন্য গুগল প্লে স্টরে কোন এ্যাপ খুজে না পেলে তৃতীয় পক্ষের মাধ্যমে এপিকের সাহায্যে এ্যাপটি ইন্সটল করার চেস্টা করবেন না। এতে ভাইরাস ছড়াতে পারে।
জাল/ভুল সাইটে প্রবেশঃ সন্দেহজনক সাইট হলে কখনও ভিজিট করার চেস্টা করবেন না। এতে বিপদে পড়বেন খুব সহজেই। কেননা এই সাইটগুলোতে ম্যালওয়ার ভাইরাস সেট করা থাকে। এসব জাল সাইটে ক্লিক করা মাত্রই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
ফ্রি ওয়াইফাইয়ের ব্যবহারঃ ফ্রি ওয়াইফাই পেয়েই আমরা কোন কিছু না বুঝেই ব্যবহার করা শুরু করি। বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে তাদের ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন। না হলে যেকোন সময় ভাইরাস এ্যাটাক করতে পারে আপনার ফোনে।