যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং যারা এখন পর্যন্ত নতুন ভোটার হতে পারেননি তারা নতুন ভোটার হতে পারবেন।
নতুন ভোটার এর আবেদন
এখন ভোটার হতে চাইলে অনলাইনে আবেদন করে ভোটার হওয়া যায়। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেও নতুন ভোটার করা হবে।
নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আপনি যদি নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করে ভোটার হতে চান তাহলে নিচের কাগজগুলো লাগবে।
- ১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি (১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর)
- ২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
- ৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (ফটোকপি)
- ৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে)
- ৫। জাতীয়তা/ নাগরিকত্ব সনদ
- ৬। বিদ্যুৎ বিল কপি
- ৭। চৌকিদারী ট্যাক্স/পৌর কর রশিদ
- ৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র (শুধুমাত্র বেশি বয়স্ক ভোটারদের জন্য)
- ১০। রক্তের গ্রুপ পরীক্ষার সনদ।
নতুন ভোটার আবেদন এই লিংকে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে। এরপর পুরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফরমের ক্রমিক ৩৪, ৩৫ এ পিতা/মাতা/স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ চেয়ারম্যান/মেম্বারের নাম, আইডি নং এবং স্বাক্ষর ও সিল অবশ্যই দিতে হবে। এরপর এস এম এস পাওয়ার পর অফিসে গিয়ে বায়োমেট্রিক (ছবি, ফিঙ্গার, আইরিশ স্ক্যান এবং স্বাক্ষর) আপডেট করতে হবে।
হালনাগাদ ২০২৫ ভোটার হতে কি কি লাগে
বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে তথ্যসংগ্রকারীরা তথ্য সংগ্রহ করবে। ফরম ফিলাপ করে কাগজপত্র তাদের কাছে দিতে হবে। হালনাগাদে নতুন ভোটার হতে কাগজপত্রের কিছুটা শিথিলতা রয়েছে। ভোটার হতে কি কি লাগে ২০২৫ :
- ১। ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি
- ২। জাতীয়তা/নাগরিকত্ব সনদ কপি
- ৩। নিকট আত্বীয়ের এনআইডির ফটোকপি (পিতা/মাতা/ভাই/বোন প্রভৃতি)
- ৪। এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণী পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- ৫। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)
আরো পড়ুনঃ