জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার নিয়ম | Check the Current Status of Birth Registration Application

জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা জানার নিয়ম | Check the Current Status of Birth Registration Application

নতুন জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা জানার পদ্ধতি – জন্ম বা মৃত্যু নিবন্ধন সংশোধন আবেদন জানার উপায় – জন্ম নিবন্ধন আবেদন স্ট্যাটাস | How to Check the Status of New Birth Registration Application and Apply for Birth or Death Registration Corrections

Birth Correction Application Status – জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন সংশোধন বা নতুন আবেদন যা আপনি অনলাইনে করেছেন অথবা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্পন্ন করেছেন। আপনার কাছে আবেদন আইডি এবং জন্ম তারিখ থাকলে অনলাইনে সহজেই চেক করতে পারবেন যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বা সম্পন্ন হয়েছে কিনা। যদি অনলাইনে স্ট্যাটাস “Ready for Delivery” দেখায়, তবে সেটি সংগ্রহ করতে যেতে পারেন।

আবেদনের অবস্থায় কি কি তথ্য দেখা যাবে?

আবেদনের স্ট্যাটাসে আপনার নাম, পিতা-মাতার নাম, আবেদনের বর্তমান অবস্থা এবং যদি আবেদন বাতিল বা প্রত্যাখ্যাত হয় তবে তার কারণ উল্লেখ থাকবে। যদি কোনো তথ্য অসম্পূর্ণ থাকে বা ডকুমেন্ট সঠিকভাবে আপলোড না হয়, তবে আবেদন বাতিল হতে পারে। এছাড়াও, ঠিকানা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, যেমন ইউটিলিটি বিল, বাড়ি ট্যাক্স টোকেন বা এনআইডি কপি না থাকলে আবেদন বাতিল হতে পারে। জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২ অনুযায়ী, পিতা-মাতার জন্ম নিবন্ধন এবং NID ছাড়াই আবেদন করা সম্ভব।

জন্ম নিবন্ধন আবেদন বাতিল হলে করণীয়

আবেদন বাতিল হলে পুনরায় আবেদন করতে পারবেন। সব ডকুমেন্ট এবং তথ্য সঠিকভাবে সংযুক্ত করে আবেদন সম্পূর্ণ করুন। আবেদন শেষে প্রিন্ট কপি স্বাক্ষর করে সব প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় জমা দিন এবং নির্ধারিত ফি পরিশোধ করুন।

আরো পড়ুনঃ

 

নতুন জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা জানার উপায় / জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা জানার উপায় | How to Check Status of New Birth Registration or Correction Application in Bangladesh

নতুন জন্ম নিবন্ধন আবেদন বা সংশোধনের জন্য আবেদনের স্ট্যাটাস বা অবস্থা জানতে Application ID এবং জন্ম তারিখ প্রয়োজন পড়বে, যা আবেদন করার পরে আপনাকে দেওয়া হয় বা আপনার ব্যবহৃত ইমেলের মাধ্যমে জানানো হয়। উক্ত Application ID টি যত্নে রেখে দিবেন।

 

জন্ম নিবন্ধন সনদের কোন কোন ধরনের আবেদনপত্রের অবস্থা অনলাইনে জানা যায়?

  • জন্ম নিবন্ধন আবেদন (Birth Registration Application)
  • জন্ম তথ্য সংশোধনের আবেদন (Birth Information Correction Application)
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণ আবেদন (Birth Certificate Reprint Application)
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেট বাতিল আবেদন (Birth Certificate Cancellation Application)
  • মৃত্যু নিবন্ধন আবেদন (Death Registration Application)
  • মৃত্যু তথ্য সংশোধনের আবেদন (Death Information Correction Application)
  • মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট পুনর্মুদ্রণ আবেদন (Death Certificate Reprint Application)
  • মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট বাতিল আবেদন (Death Certificate Cancellation Application)

 

How to Apply for New Birth Registration । নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন কিভাবে করতে হয়?

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হলে প্রথমে নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা, প্রভৃতি ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে। এরপর অনলাইন জন্ম নিবন্ধনের আবেদন ফরম প্রথমে বাংলায় (ইউনিকোড) এবং পরবর্তীতে ইংরেজিতে পূরণ করুন। প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে আবেদন পত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তরিত হয়ে যাবে, আবেদনকারীর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। পরবর্তী ধাপে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদন পত্রের মুদ্রিত কপি পাবেন। সনদের জন্য ১৫ দিনের মধ্যে উক্ত আবেদন পত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন। অনলাইনে আবেদন করতে এই লিংক ভিজিট করুন: ক্লিক করুন

 

নতুন জন্ম নিবন্ধন বা সংশোধিত আবেদন করার ক্ষেত্রে ডকুমেন্ট আপলোড নিচ্ছে না কেন?

আপনার স্ক্যান করা ডকুমেন্ট বা মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবি বা ডকুমেন্টের সাইজ কোন ভাবে 100 KB এর বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় তা আপলোড হবে না। সঠিক সাইজে ফাইল কনভার্ট করে অত:পর আপলোড করুন।

যখন আপনি আপনার মোবাইল দিয়ে ফাইলের ছবি উঠান তখন ছবির সাইজ অনেক বেশি থাকে। এজন্য ছবি উঠানোর পর ফাইলটি রিসাইজ করে নিতে হবে। আর File Resize করতে এই লিংক ভিজিট করুন: ভিজিট করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top