স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের জন্য আপনাকে কি করতে হবে? স্মার্ট কার্ড গ্রহনকালে আপনাকে কোন কিছু নিয়ে যেতে হবে কিনা? স্মার্ট কার্ড গ্রহনকালে আপনার করণীয় কি? স্মার্ট কার্ড নিতে কোন টাকা দিতে হবে কিনা? Smart Card উঠাতে কি কি লাগবে ?
কোন উপজেলায় যখন স্মার্ট কার্ড বিতরণ করা হয় তখন সেই উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ক্যাম্প করে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
স্মার্ট কার্ড সংক্রান্ত আজ বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য দিবো যা আপনার জনা প্রয়োজন। তো চলুন, কথা না বাড়িয়ে স্মার্ট কার্ড নিতে কি কি লাগবে এ সংক্রান্ত মূল আলোচনা করা যাকঃ
Smart Card উঠাতে কি কি লাগবে
- আপনি যখন নতুন ভোটার নিবন্ধন হয়েছেন তখন আপনাকে যে ভোটার নিবন্ধন স্লিপ দেওয়া হয়েছিল স্মার্ট কার্ড নেওয়ার জন্য সেই ভোটার স্লিপটি প্রয়োজন পড়বে।
- যাদের কাছে পেপার লেমিনেটেড কার্ড রয়েছে তাদেরকে সেই আইডি কার্ড বা আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে।
- নতুন ভোটার নিবন্ধন হওয়ার সময় যাদের দশ আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান, ছবি, ডিজিটাল স্বাক্ষর প্যাডে স্বাক্ষর নেওয়া হয়নি তাদেরকে নতুন করে এসকল বায়োমেট্রিক গ্রহণ করে স্মার্ট কার্ড দেওয়া হবে।
- স্মার্ট কার্ড সংগ্রহ করতে হলে যেহেতু হাতের আঙ্গুলের ছাপ দিতে হবে সেহেতু নিজে স্বশরীরে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড গ্রহণ করতে হবে। অন্য কেউ সংগ্রহ করতে পারবে না।
পুরাতন আইডি কার্ড হারিয়ে গেলে স্মার্ট কার্ড কিভাবে পাবেন
যাদেরকে উপজেলা নির্বাচন অফিস থেকে পেপার লেমিনেটেট কার্ড প্রদান করা হয়েছে, যদি সেই আইডি কার্ড হারিয়ে যায় তাহলে আইডি কার্ড হারিয়ে গেছে মর্মে থানায় জিডি করতে হবে। পরবর্তীতে এই জিডি কপি নিয়ে গিয়ে স্মার্ট কার্ড উত্তোলন করতে হবে।
ভোটার স্লিপ হারিয়ে গেলে স্মার্ট কার্ড কিভাবে পাবেন?
উপজেলা নির্বাচন অফিস থেকে যদি আপনাকে এখন পর্যন্ত পেপার লেমিনেটেড কার্ড না দিয়ে থাকে তাহলে আপনার কাছে থাকা ভোটার স্লিপ দিয়ে স্মার্ট কার্ড উত্তোলন করতে হবে। এখন এই ভোটার স্লিপটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে থানায় জিডি করে সেই জিডি কপি দিয়ে স্মার্ট কার্ড উত্তোলন করতে হবে।
ভোটার নিবন্ধন স্লিপ হারালে জিডি কেন করতে হবে?
জাতীয় পরিচয়পত্র বিধিমালা ২০১৪ এর বিধি ৬ মোতাবেক কোন নাগরিকের জাতীয় পরিচয়পত্র হারাইয়া গেলে বা অন্য কোনোভাবে নষ্ট হইয়া গেলে উক্ত নাগরিক বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবককে অনতিবিলম্বে নিকটস্থ থানায় ভোটার নম্বর বা, ক্ষেত্রমত, জাতীয় পরিচিতি নম্বর (যদি থাকে) উল্লেখপূর্বক একটি সাধারণ ডায়েরি করিতে হইবে।আইনের ধারা ৯ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে উক্ত নাগরিক বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবককে উপ-বিধি (১) এ উল্লিখিত সাধারণ ডায়েরির কপিসহ ফরম-৬ অনুযায়ী সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করিতে হইবে।
উপ-বিধি (২) এর অধীন সরাসরি আবেদনের ক্ষেত্রে, বিধি ৮ এর উপ-বিধি (২) অনুসারে ফি পরিশোধপূর্বক রশিদের কপি আবেদনের সহিত সংযুক্ত করিয়া “জরুরি” বা “সাধারণ” হিসাবে দাখিল করিতে হইবে অথবা অনলাইনে আবেদনের ক্ষেত্রে, ফি পরিশোধপূর্বক রশিদের স্ক্যানকৃত কপি ইলেকট্রনিক পদ্ধতিতে “জরুরি” বা “সাধারণ” হিসাবে দাখিল করিতে হইবে। উপ-বিধি (২) ও (৩) এর অধীন আবেদন প্রাপ্তির পর বিধি ৫ এর উপ-বিধি (৩) হইতে উপ-বিধি (৫) এ বর্ণিত পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। উপ-বিধি (৪) এর অধীন কার্যক্রম সম্পন্ন হইবার পর কমিশন অংশ-খ এ উল্লিখিত তারিখে আবেদনকারী বা, ক্ষেত্রমত, তাহার আইনানুগ অভিভাবককে ফরম-২ বা, ক্ষেত্রমত, ফরম ৪ অনুসারে একই নম্বর ও মেয়াদে নূতন জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করিবে। আবেদনের তারিখ হইতে, “জরুরি” আবেদনের ক্ষেত্রে ৭ (সাত) কার্যদিবস এবং “সাধারণ” আবেদনের ক্ষেত্রে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান করা হইবে ।
এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে স্মার্ট কার্ড নেওয়া যাবে?
হ্যাঁ, স্মার্ট কার্ড নেওয়া যাবে। যেসকল ভোটারের পেপার লেমিনেটেড কার্ড হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে লেমিনেটেড কার্ডের ফটোকপি যদি থাকে তা দেখে পরিচয় নিশ্চিত হয়ে দশ আংগুলের ছাপ ও চোখের আইরিশ গ্রহণ করে স্মার্ট কার্ড প্রদান করবে। যদি কারো এনআইডির ফটোকপিও না থাকে সেক্ষেত্রে এনআইডি নম্বর উল্লেখপূর্বক থানায় জিডি করে সেই জিডি কপি নিয়ে যেতে হবে। পরবর্তীতে পরিচয় নিশ্চিতপূর্বক স্মার্ট কার্ড প্রদান করা হবে। এনআইডি কার্ড হারিয়ে গেছে মর্মে কোন প্রকার ফি গ্রহণের প্রয়োজন হবে না।
নতুন ভোটাররা স্লীপ হারিয়ে গেলেও স্মার্ট কার্ড পাবেন কি?
হ্যাঁ, অবশ্যই স্মার্ট কার্ড পাবেন। নতুন নিবন্ধিত ভোটারের নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে ভোটারের পরিচয় নিশ্চিত হয়ে প্রযোজ্য ক্ষেত্রে ভোটারের চোখের আইরিশ ও দশ আঙ্গুলের ছাপ গ্রহণপূর্বক কোন প্রকার ফি ছাড়াই স্মার্ট কার্ড প্রদান করতে হবে। তবে কর্তৃপক্ষ চাইলে অন্যান্য ক্ষেত্রে জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর বিধি ৬ ও ৮ অনুসরণপূর্বক কার্যসম্পাদনের জন্য নির্দেশনা অনুসরণ করে স্মার্ট কার্ড বিতরণ করতে পারেন অর্থাৎ জিডি কপি চাইতে পারেন যদি শনাক্ত করতে অসুবিধা হয়।
স্মার্ট কার্ড নিতে ফি দিতে হবে কি?
স্মার্ট কার্ড গ্রহণের সময় কোন প্রকার ফি দিতে হবে না। পূর্বে স্মার্ট কার্ড নেওয়ার সময় পুরাতন আইডি কার্ড বা ভোটার স্লীপ না দিতে পারার জন্য ৩৪৫ টাকা ফি গ্রহণে করে স্মার্ট কার্ড দেওয়া হতো। কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন একটি পত্র জারি করেছে যেখানে বলা আছে, ভোটার স্লীপ বা পুরাতন আইডি কার্ড হারিয়ে গেলেও কোন ফি নেওয়া যাবে না। ব্যক্তিকে সনাক্ত করতে অসুবিধা হলে জিডির কপি নিয়ে স্মার্ট কার্ড প্রদান করতে হবে।
বিঃদ্রঃ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণকালে কোন প্রকার ফি চাওয়া হলে অফিসারের নিকট অফিযোগ দিতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশনের হেল্প লাইন ১০৫ এই নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করতে হবে।
আরো জানুনঃ