জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে ডাকঘর পোস্ট কোড ভুল হলে খুব সহজ সংশোধন করে নেওয়া যায়। তবে অনেকেই জানেন না যে, কিভাবে ডাকঘর ও পোস্ট কোড ভুল হলে সংশোধন করবেন। আজকের এই পুরো লেখাটি মনোযোগ দিয়ে পড়লে এনআইডি কার্ডের ডাকঘর সংশোধন এবং এনআইডি কার্ডের পোস্ট কোড সংশোধন করে নিতে পারবেন।
ডাকঘর এবং পোস্ট কোড সংশোধনের আবেদন পদ্ধতি
Nid Card এর যেকোন ভুলের জন্য ম্যানুয়ালি আবেদন করার পাশাপাশি অনলাইন আবেদন করার সুযোগ রয়েছে। নিজের নাম সংশোধন, পিতা-মাতার নাম সংশোধন, বয়স সংশোধন অনলাইনে করা গেলেও ডাকঘর পোস্ট কোড ভুল সংশোধন অনলাইনে আবেদন করা যায় না। পোস্ট অফিস ও পোস্ট কোড সংশোধনের জন্য অফিসে গিয়ে ম্যানুয়ালি ফরম পূরণ করে সংশোধন আবেদন করতে হয়।
এনআইডি (NID) সংশোধন ফরম কোথায় পাবেন
এনআইডি কার্ড সংশোধনের ফরম (ফরম-২) অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অথবা নির্বাচন অফিসে গিয়ে আশেপাশের কম্পিউটারের দোকানে (যারা অনলাইনে কাজ করে এমন দোকান) এই ফরম পাবেন। সেক্ষেত্রে এই ফরমের দাম ৫ টাকা অথবা ১০ টা নিবে তারা।
সবচেয়ে ভাল হয়, নিজের প্রিন্টার থাকলে ফরম ডাউনলোড করে নিজেই প্রিন্ট করে নিবেন। প্রিন্টার না থাকলে অনলাইন থেকে ফরম ডাউনলোড করে বাইরের দোকান থেকে প্রিন্ট করে নিবেন।
এনআইডি সংশোধন ফরম পূরণ করার নিয়ম
ফরম পূরণ নিজ হাতেই করবেন। ফরম পূরণ করতে এনআইডি কার্ড দেখে নিজ নাম এবং Nid নম্বর লিখুন। নিচে ডাকঘর ও পোস্ট কোড সংশোধন করার জন্য ফরম পূরণের পদ্ধতি দেখানো হয়েছে।
ডাকঘর ও পোস্ট কোড সংশোধন করতে কি কি কাগজ প্রয়োজন
জাতীয় পরিচয়পত্রের ডাকঘর পোস্ট কোড সংশোধন করতে ২ (দুই) টি কাগজ জমা দিলেই হয়।
- ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ
- নাগরিক সনদ
এই দুইটি কাগজের বাইরেও পিতা অথবা মাতার আইডি কার্ড জমা দিতে পারেন। না দিলেও সমস্যা নেই।
এনআইডি সংশোধন ফি কত টাকা এবং কিভাবে দিবেন
নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে। অর্থ্যাৎ আপনি যে উপজেলার ভোটার সেই উপজেলা অফিসে গিয়ে স্বশরীরে উপস্থিত হয়ে সংশোধন ফরমের সাথে কাগজপত্র নিয়ে গিয়ে জমা দিতে হবে।
এনআইডি সংশোধন ফি কত টাকা এবং কিভাবে দিবেন
এনআইডি কার্ডের ডাকঘর এবং পোস্ট কোড সংশোধন ফি ২৩০ টাকা পরিশোধ করতে হবে। Nid সংশোধন ফি মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে পে করা যায়। নিজেই বিকাশ এ্যাপস থেকে পেমেন্ট দিতে পারবেন। যদি নিজে পেমেন্ট দিতে না পারেন সেক্ষেত্রে অফিসে গিয়ে হেল্প ডেস্কে কথা বলে তাদের সাহায্য নিবেন। প্রয়োজনে তারা পেমেন্টের ব্যবস্থা করে দিবে।
ডাকঘর সংশোধন হতে কত দিন লাগে
এই সংশোধন যেহেতু জটিল কোন সংশোধন না, তাই ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যেই সংশোধন হয়ে যাবে। সংশোধন হওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ১০৫ নম্বর থেকে মেসেজ আসবে। মেসেজে লেখা থাকবে ” আপনার জাতীয় পরিচয়পত্রের সংশোধনের আবেদনটি অনুমোদন করা হয়েছে, উপজেলা নির্বাচন অফিস অথবা অনলাইন সিস্টেম হতে ডাউনলোড করে নিন”। এই মেসেজ পাওয়ার পর আপনি অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।