জাতীয় পরিচয়পত্রে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের প্রাথমিক আলোচনা
জাতীয় পরিচয়পত্রে (NID) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ একটি প্রাথমিক আলোচনা করেছে।
সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, আবেদনকারীদের অনেকেরই আনুষ্ঠানিক নামের পাশাপাশি প্রচলিত ডাকনাম রয়েছে, যা এনআইডিতে অন্তর্ভুক্ত না থাকায় পরিচয় নিশ্চিত করতে জটিলতা তৈরি হয়। এজন্য এনআইডির ২ নম্বর ফরমে ডাকনাম সংযোজনের বিষয়ে প্রাথমিকভাবে চিন্তা করা হয়েছে, যা নাগরিকদের সঠিকভাবে শনাক্ত করতে সহায়ক হতে পারে।
এছাড়া, একাধিক স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। মহাপরিচালক হুমায়ুন কবীর জানান, অনেক নারী তাদের নাম স্বামীর এনআইডিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে চান, তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী এটি স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব নয়। যদি এনআইডির ২ নম্বর ফরমে একাধিক স্ত্রীর নাম সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের সমস্যার সমাধান সহজ হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন, সচিবালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করলে নেওয়া হবে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিকদের পরিচয় সংক্রান্ত তথ্য আরও নির্ভুল ও সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।
আরো পড়ুনঃ
ই-পাসপোর্ট করার নিয়ম | E-Passport Application Process