নতুন ভোটার হতে কি কি কাগজপত্র লাগে

নতুন ভোটার আইডি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

নতুন ভোটার হওয়ার জন্য প্রথমে এই লিংকে গিয়ে অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন করতে হবে। এরপর আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অফিসে জমা দিতে হয়। নতুন ভোটার ফরম জমা দেওয়ার পর ছবি, হাতের ছাপ, চোখের আইরিশ স্ক্যান এবং স্বাক্ষর নিয়ে ভোটার নিবন্ধন কাজ সম্পন্ন করা হয়।

ভোটার হতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয়

  • ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ কপি
  • জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি
  • পিতা-মাতার এনআইডির ফটোকপি (নিকট আত্বীয়ের যেমনঃ ভাই-বোনের এনআইডি কপি)
  • এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেনী পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/পানি/গ্যাস/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)
  • স্বামী/স্ত্রীর এনআইডি কপি (বিবাহিত হলে)
  • রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট

নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া

যেকোন সময় অনলাইনে আবেদন করার মাধ্যমে নতুন ভোটার হওয়া যায়। নতুন ভোটার নিবন্ধন করার জন্য অনলাইনে আবেদন করার পর আবেদন কপি প্রিন্ট করে নিতে হবে।

এরপর আবেদন ফরমের ৩৪ নং ক্রমিকে শনাক্তকারীর NID নম্বর হিসেবে পিতা/মাতা অথবা স্বামী/স্ত্রীর এনআইডি নাম্বার দিতে হবে। ৩৫ নং ক্রমিকে স্বাক্ষর দিবে (যিনি বা যার আইডি নাম্বার ৩৪ নং ক্রমিকে লেখা হয়েছে)।

৪০ ও ৪১ নং ক্রমিকে যাচাইকারী হিসাবে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বর অথবা ওয়ার্ড কমিশনারের নাম, আইডি নম্বর এবং ৪২ নং ক্রমিকে তার স্বাক্ষর, সিল অবশ্যই থাকতে হবে।

উক্ত কাজগুলো সম্পন্ন হলে ভোটার ফরমের সাথে কাগজপত্রগুলো সংযুক্ত করে উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার পর নির্দিষ্ট তারিখ দিবে অথবা আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে, আপনি কত তারিখে অফিসে উপস্থিত হয়ে নতুন ভোটার হওয়ার জন্য ছবি উঠবেন। পরবর্তীতে সেই তারিখে অফিস উপস্থিত হলে আপনাকে ভোটার করা হবে।

নতুন ভোটারের আইডি কার্ড ডাউনলোড

ভোটার হওয়ার পর অফিস থেকে আপনাকে একটা নিবন্ধন স্লীপ দিবে। সেই স্লীপটি যত্নে রেখে দিবে। ভোটার হওয়ার ৭ থেকে ২১ দিনের মধ্যে মোবাইলে এনআইডি নাম্বারসহ মেসেজ আসবে। তখন অনলাইন থেকে সেই এনআইডি নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন।

নতুন ভোটার স্মার্ট কার্ড কবে পাবেন

মনে রাখা জরুরী

একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই সনাক্ত করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top