জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করনীয়, জন্ম নিবন্ধন হলো একজন ব্যক্তির জন্মের সরকারি স্বীকৃতি, যা তার আইনগত পরিচয় প্রতিষ্ঠিত করে। এটি রাষ্ট্রের নিকট নাগরিকের পরিচিতি ও অস্তিত্বের প্রমাণ হিসেবে কাজ করে। জন্ম নিবন্ধন প্রক্রিয়া সাধারণত স্থানীয় সরকার কর্তৃক পরিচালিত হয় এবং এতে একজন ব্যক্তির নাম, জন্মতারিখ, জন্মস্থান, পিতামাতার নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত থাকে।
জন্ম নিবন্ধন একজন ব্যক্তির শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সেবা প্রাপ্তি ছাড়াও তার নাগরিকত্ব প্রমাণ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ভোটার নিবন্ধনসহ বিভিন্ন সরকারি সুবিধা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন হয়।
আজকে জানাবো জন্ম নিবন্ধন হারিয়ে গেলে কিভাবে পাওয়া যাবে । জন্ম নিবন্ধন সনদ হারিয়ে গেলে করণীয় কিছু পদক্ষেপ নিচে তুলে ধরা হলো:
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণের জন্য আবেদন করবেন, তাই চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। জন্ম নিবন্ধন পুনরায় পাওয়ার জন্য পুনঃ মুদ্রনের আবেদন করতে হবে। জন্ম নিবন্ধন পুনঃ মুদ্রনের জন্য জন্ম নিবন্ধন ওয়েবসাইটে গিয়ে জন্ম নিবন্ধন ম্যেনু থেকে জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রনে যেতে হবে অথবা সরাসরি এখানে ক্লিক করুন
এরপর যে পেজটি ওপেন হবে সেখানে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা লিখে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। এরপর আবেদন সাবমিট হবার পর স্ক্রিনে আপনাকে একটি তারিখ জানিয়ে দিবে। উক্ত তারিখের মধ্যে আবেদনটি প্রিন্ট করে সেই আবেদনের কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিজ ইউনিয়ন পরিষদ নিবন্ধক অফিসে আবেদনটি জমা দিতে হবে।
জন্ম নিবন্ধন ওয়েবসাইট ভিজিট করুন এবং নিবন্ধন তথ্য যাচাই করুন
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট ভিজিট করুন। এরপর জন্ম নিবন্ধন ম্যেনু সিলেক্ট করে জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রনে ক্লিক করুন। এরপর ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ (DD-MM-YYYY) এই ফরমেটে টাইপ করে ক্যাপচা টাইপ করুন। সবশেষে অনুসন্ধান বাটনে ক্লিক করুন। (অবশ্যই জন্ম সনদ নাম্বার এবং জন্ম তারিখ ইংরেজিতে লিখতে হবে)
জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা সঠিক থাকলে নিচের পেজটি আসবে। এখানে জন্ম তারিখ, নিজ নাম, পিতার নাম, মাতার নাম মিল থাকলে নির্বাচন করুন বাটনে ক্লিক করতে হবে।
এরপর আপনি কি নিশ্চিত! পপআপ আসলে কনফার্ম এ ক্লিক করুন
এরপর যে ফরম আসবে সেখানে আবেদনটি যিনি করছেন তার তথ্য দিতে হবে। একটা শিশু জন্মের পরেই জন্ম নিবন্ধন পেয়ে যায়। তাই জন্ম নিবন্ধন পূর্ণ মুদ্রণের নিয়ম অনুসারে আবেদনটি কে করছে তা যাচাই করার জন্য তার তথ্য চাওয়া হয়।
যেহেতু আপনি আমার লেখাটি পড়ছেন, তাই আমি ধরে নিচ্ছি নিজের জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের আবেদন নিজেই করছেন। তাই আবেদনকারীর সাথে ব্যক্তির সম্পর্কের স্থলে নিজ সিলেক্ট করুন। এক্ষেত্রে নিজ সিলেক্ট করার পর আপনার নাম, ইমেইল (যদি থাকে) ও মোবাইল নাম্বার দিন।
আপনি যদি অন্য কোন ব্যক্তির আবেদন করেন তাহলে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি তা সিলেক্ট করে দিবেন। তারপর নিচের ফরমে আপনার নাম, ইমেইল (যদি থাকে) ও মোবাইল নাম্বার দিন।
এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর OTP (ওটিপি) ভেরিফিকেশনের জন্য আপনার দেওয়া ফোন নম্বরে একটি কোড পাঠানো হবে। পরবর্তীতে সেই কোডটি মোবাইল নাম্বার ফেরিফিকেশন ইনপুট ফিল্ডে বসিয়ে সাবমিট দিন।
বিশেষ দ্রষ্টব্যঃ ওটিপি পেতে কিছুক্ষন অপেক্ষা করুন। এরপরও যদি না আসে তাহলে আবার পাঠান বাটনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের আবেদনপত্র ডাউনলোড করুন
উপরের নিয়মে আবেদন সঠিকভাবে সাবমিট করার পর আবেদন পত্রের নাম্বার এবং আবেদনপত্র দাখিলের সময় দেখতে পারবেন। এরপর আবেদনপত্র প্রিন্ট বাটনে ক্লিক করে ডাউনলোড করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিবেন। প্রিন্ট করা আবেদনপত্রটির সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে উল্লেখিত তারিখের মধ্যেই সংশ্লিষ্ট কার্যালয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা কার্যালয়/স্থানীয় নিবন্ধকের কার্যালয়ে জমা দিতে হবে।
জন্ম নিবন্ধন আবেদনপত্র জমা এবং নতুন জন্ম নিবন্ধন সংগ্রহ করুন
জন্ম নিবন্ধন পুনঃমুদ্রনের আবেদন করার পর আবেদনপত্র প্রিন্ট করে সংশ্লিষ্ট অফিসে জমা দিবেন। আবেদনপত্র জমা দেওয়ার কিছু সময় পর আপনার নতুন জন্ম সনদ প্রিন্ট করে অফিশিয়াল সীল এবং স্বাক্ষর দিয়ে আপনার জন্ম নিবন্ধন দিয়ে দিবে। তবে কিছু সময় আবেদনপত্র জমা দেওয়ার ২/৩ দিন পরে জন্ম সনদ দিতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই।
উপরের লেখা মনোযোগ দিয়ে পড়লে এবং সেই মোতাবেক কাজ করলে আপনার হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন খুব সহজেই ফিরে পাবেন। তবে এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ কিন্তু অবশ্যই জানা থাকতে হবে।
জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড পদ্ধতি
জন্ম নিবন্ধন নাম্বার বের করার উপায়
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে তা পুনরায় সংগ্রহ করা সম্ভব। জন্ম নিবন্ধন সার্টিফিকেট হারিয়ে গেলে করণীয় কিছু পদক্ষেপ নিচে তুলে ধরা হলো:
- জাতীয় পরিচয়পত্র থেকে জন্ম নিবন্ধন নাম্বার বের করা যাবে। আপনি যখন নতুন ভোটার তালিকাভুক্ত হয়েছেন তখন জন্ম সনদ দিয়ে ভোটার হয়েছেন, যা এনআইডি সার্ভারে রক্ষিত রয়েছে।
- পাসপোর্ট করার সময় যদি জন্ম সনদ দিয়ে থাকেন তাহলে সেই পাসপোর্ট কপিতেও কিন্তু জন্ম সনদ নাম্বারটি পাবেন।
- স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা সংশ্লিষ্ট জন্ম ও মৃত্যু নিবন্ধন অফিসে যোগাযোগ করে তাদের ভলিউম বই থেকেও জন্ম নিবন্ধন নাম্বারটি পাওয়া যাবে।
শেষকথা
জন্ম নিবন্ধন হারিয়ে গেলে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। উপরোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করলে সহজেই পুনরায় জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংগ্রহ করা যাবে। এটি আপনার আইনগত পরিচয় ও বিভিন্ন সেবা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচ্য।