ভোটার আইডি কার্ডের যেকোন ভুলের জন্য উপযুক্ত ডকুমেন্ট দিয়ে এনআইডি সংশোধনের আবেদন করে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে।
নতুন ভোটার হয়েছেন এবং আইডি কার্ড হাতে পাওয়ার পর দেখতে পারলেন যে, ভোটার আইডি কার্ডে ভুল রয়েছে। এছাড়াও পুরাতন ভোটাররা এতদিন খেয়াল না করলেও বর্তমানে এনআইডি কার্ড সংশোধন করার প্রয়োজন হলে এনআইডি কার্ড সংশোধনের আবেদন করে সংশোধন করে নিতে হবে। সংশোধনের আবেদন অনলাইনে করার জন্য ওয়েবসাইট
এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডে অনেক ধরনের ভুল থাকতে পারে। যেমনঃ ভোটার আইডি কার্ডে নিজের নাম ভুল, ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম ভুল, ভোটার আইডি কার্ডে বয়স ভুল, এনআইডি কার্ডে জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, রক্ষের গ্রুপ ভুল। অথবা ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন বা স্বাক্ষর পরিবর্তন। এনআইডি কার্ড সংশোধন এর ধরন ভিন্ন ভিন্ন হলে ভিন্ন ভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হয়।
জাতীয় পরিচয়পত্র সংশোধনের নতুন গেজেট অনুযায়ী ৭ টি ক্যাটাগরিতে এনআইডি কার্ড সংশোধন হয়ে থাকে। ক্যাটাগরি অনুযায়ী চাহিত সংশোধনের স্বপক্ষে কাগজপত্রও ভিন্ন ভিন্ন লাগে। এনআইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে নিচে বিস্তর আলোচনা করা হলো
ভোটার আইডি কার্ড সম্পর্কে আরও পড়ুনঃ
- ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন করার নিয়ম
- জেনে নিন, আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা?
- নতুন ভোটার হতে প্রয়োজনীয় কাগজপত্র
জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের কোন ভুলের জন্য কি কি কাগজপত্র লাগে তা জানতে নিচের লেখাটুকু মনোযোগ দিয়ে পড়ুন।
ভোটার আইডি কার্ড সংশোধন করতে কি কি লাগে
Nid Card সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করবেন। এসময় প্রামান্য দলিল হিসেবে শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। এছাড়া সংশোধনের ধরন অনুযায়ী কাগজপত্র ভিন্ন ভিন্ন হবে।
যদি ভোটার আইডি কার্ডের ঠিকানা সংশোধন করতে চান এক্ষেত্রে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি, খাজনা রশিদ ইত্যাদি প্রয়োজন হয়। তেমনি অন্যান্য সংশোধনের ক্ষেত্রেও কাগজপত্র ভিন্ন হতে পারে। জেনে নেওয়া যাক, কোন সংশোধনের জন্য কি কি কাগজপত্র লাগে ..
ভোটার আইডি কার্ডে নাম সংশোধন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ডে নিজের নাম সংশোধন করার ক্ষেত্রে ৩ টি ক্যাটাগরি থাকে।
- নামের মুদ্রণজনিত ভুল
- মূল নাম ঠিক রেখে নামের আংশিক সংশোধন/সংযোজন/বিয়োজন
- নিজের নাম পুরো পরিবর্তন
নিজ নামের মুদ্রণজনিত ভুল বা আংশিক সংশোধন
- পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি/অনার্স/মাস্টার্স সনদ (যদি থাকে)
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- নাগরিক সনদ
- পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
- স্বামী/স্ত্রী এর জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
- সন্তানদের জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ/ শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
উপরোক্ত কাগজের সবগুলো দিতে হবে না। আপনার যেগুলো রয়েছে সেই কাগজগুলো দিলেই সংশোধন হবে। তবে অবশ্যই ২টির কম কাগজ দিবেন না।
নিজের নাম সম্পূর্ন পরিবর্তন
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পি.এস.সি/জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি/অনার্স/মাস্টার্স সনদ (যদি থাকে)
- চাকুরী বহি/পেনশন বহির সত্যায়িত কপি
- সন্তানদের জাতীয় পরিচয়পত্র/ অনলাইন জন্ম নিবন্ধন সনদ/ শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
- রিজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- পাসপোর্ট কপি/ ড্রাইভিং লাইসেন্স কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- হলফনামা বা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেড কর্তৃক এভিডেভিট
- উপজেলা/থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন (প্রযোজ্য ক্ষেত্রে)
ভোটার আইডি কার্ডে পিতা ও মাতার নাম পরিবর্তন
পিতার নামের মুদ্রণজনিত ভুল বা আংশিক সংশোধন
শুধু পিতা এবং মাতার নামে যদি মুদ্রন জনিত/আংশিক সংশোধন করতে হয় তাহলে আপনাকে নিন্মোক্ত কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে-
- পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
- পিতা/মাতার এনআইডি
- পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
পিতা ও মাতার নাম সম্পূর্ন পরিবর্তন
ভোটার আইডি কার্ডে যদি পিতা ও মাতা দুজনের নামই সম্পূর্ন পরিবর্তন করতে হয় তাহলে অনলাইনে আবেদন করার সময় নিন্মোক্ত কাগজসমূহ লাগে-
- পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পিতা/মাতার জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট (যদি এনআইডি না থাকে)
- ভাই/বোনের জন্ম নিবন্ধন সনদ/এনআইডি/শিক্ষা সনদ কপি
- পিতা-মাতার এনআইডি
- সার্ভিস বুকের কপি এবং অফিস প্রধানের প্রত্যয়নপত্র (সরকারি চাকুরিজীবীর ক্ষেত্রে)
- পেনশন বহির কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
- কাবিননামার কপি (বিবাহিতদের জন্য)
- চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেডের হলফনামা
- ওয়ারিশ/পারিবারিক উত্তরাধিকার সনদপত্র (এনআইডি নাম্বার ও বয়স উল্লেখসহ)
- চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন
- উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্তৃক তদন্ত প্রতিবেদন
ভোটার আইডি কার্ডে জন্ম তারিখ সংশোধন করতে কি কি লাগে
সার্টিফিকেটের সাথে / জন্ম সনদের সাথে / পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের জন্ম তারিখ মিল না থাকলে এনআইডি কার্ডের বয়স সংশোধনের আবেদন করুন এবং নিন্মোত্ত কাগজপত্র দাখিল করুন।
৩ (তিন) বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে
- পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পেনশন দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)
- চাকুরি বহি/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও শীট) (প্রযোজ্য ক্ষেত্রে)
- ভোটার/পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
৭ (সাত) বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে
- পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পেনশন দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)
- চাকুরি বহি/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও শীট) (প্রযোজ্য ক্ষেত্রে)
- ভোটার/পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
- স্বাম/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
- বিয়ের কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে)
- প্রথম সন্তানের এনআইডি কপি বা শিক্ষা সনদ কপি
- সিভিল সার্জন কর্তৃ বয়স প্রমানের রেডিওলকিক্যাল টেস্ট রিপোর্ট
১০ (দশ) বছর পর্যন্ত জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে
- পিএসসি/জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/স্নাতোকত্তর সার্টিফিকেট কপি অথবা মার্কশীট/এডমিট কার্ড/রেজিঃ কার্ড
- অনলাইন জন্ম নিবন্ধন সনদ
- পেনশন দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)
- চাকুরি বহি/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও শীট) (প্রযোজ্য ক্ষেত্রে)
- ভোটার/পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট
- ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
- স্বাম/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)
- বিয়ের কাবিননামা (বিবাহিতদের ক্ষেত্রে)
- প্রথম সন্তানের এনআইডি কপি বা শিক্ষা সনদ কপি
- সিভিল সার্জন কর্তৃ বয়স প্রমানের রেডিওলকিক্যাল টেস্ট রিপোর্ট
- ওয়ারিশনামা (এনআইডি নম্বর, বয়স ও জন্ম তারিখ উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তান ক্রমানুসারে সকল ওয়ারিশের নাম থাকতে হবে)
- মুক্তিযোদ্ধা সনদ কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
- উপজেলা/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন
ভোটার আইডি কার্ডে রক্তের গ্রুপ সংশোধন করতে কি কি লাগে
- মেডিক্যাল রিপোর্ট/রক্তের গ্রুপ পরিক্ষার প্রমানপত্র
জন্মস্থান স্থান পরিবর্তন করতে কি কি লাগে
এনআইডি কার্ডে জন্মস্থান সংশোধন করতে প্রয়োজন হবে-
- জন্ম নিবন্ধন
- পাসপোর্ট (যদি থাকে)
- ই.পি.আই টিকা কার্ড/ হাসপাতাল কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করতে কি কি লাগে
ভোটার আইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতা সংশোধন করতে প্রয়োজন-
- সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদ (বিদ্যমান শিক্ষা সনদসহ পরবর্তীতে অর্জিত সকল শিক্ষা সনদ)
ভোটার আইডি কার্ডের বর্তমান ঠিকানা পরিবর্তন করতে কি কি লাগে
ভোটার এলাকার পরিবর্তন ব্যতিরেকে বর্তমান ঠিকানা সংশোধন করতে যে যে কাগজপত্র লাগে (ভোটার এলাকার পরিবর্তন হলে স্থানান্তর এর আবেদন করতে হবে)
- চেয়ারম্যান/কাউন্সিলর এর প্রত্যয়ন/নাগরিক সনদপত্র
- ইউটিলিটি বিলের কপি
- অনলাইন জন্ম সনদ/পাসপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে)
বিস্তারিত জানতে আরো পড়ুনঃ
ভোটার আইডি কার্ডে বৈবাহিক অবস্থা পরিবর্তন
- রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা/তালাকনামা অথবা বিবাহ/তালাকের উপযুক্ত প্রমাণপত্র
- স্বামী/স্ত্রীর এনআইডি কপি
- সন্তান এর এনআইডি/জন্ম সনদ/ শিক্ষা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
- ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র
ভোটার আইডি কার্ডের আঙ্গুলের ছাপ সংযোজন/পরিবর্তন
জাতীয় পরিচয়পত্রে অনেক সময় আঙ্গুলের ছাপে সমস্যা দেখা দেয়। আর এজন্য উক্ত ব্যক্তিকে সরাসরি আইডি কার্ডের কপি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হতে হবে। পরবর্তীতে AFIS যাচাই সাপেক্ষে অফিস কর্তৃক সংশোধন ব্যবস্থা গ্রহণ করবেন।
ভোটার আইডি কার্ডের ছবি ও স্বাক্ষর পরিবর্তন
- আবেদনকারীর উপস্থিতি
- স্বাক্ষরের স্বপক্ষে প্রমাণক/প্রমাণপত্র
- বিদ্যমান ভোটার আইডি কার্ডের ফটোকপি
শেষকথা
এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে অনলাইনে আবেদন করতে হয় এবং সংশোধনের স্বপক্ষে উপযুক্ত কাগজপত্র দাখিল করলে এনআইডি কার্ড সংশোধন হয়ে যায়। কোন সংশোধনের জন্য কি কি কাগজ লাগে তা উপরে বিস্তারিত আলোচনা করেছি। এরপরও কোন কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজে ম্যাসেজ করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন।