ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালানোর শাস্তি -২০২৪

রাস্তার জরিমানা এড়াতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালালে নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা এবং দ্রুত গতিতে গাড়ি চালালে ১-২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাইক চালানোর সময় হেলমেট না থাকলে ৩ মাসের জন্য লাইসেন্স বাতিল করার আইন রয়েছে।

  • মটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইন সংশোধন ২০১৯ অনুসারে হেলমেট /সীটবেল্ট ছাড়া বাইক চালালে ১ হাজার টাকা জরিমানা হতে পারে।
  • বিপদজ্জনকভাবে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা করতে পারে।
  • লাইসেন্স না থাকলে ৫ হাজার টাকা জরিমানা করতে পারে। এছাড়াও জরুরী ভিত্তিক কোন গাড়ীকে পথ না ছাড়লে ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।

ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত মোটরযান ও গণপরিবহণ চালনার বিধি-নিষেধ সংক্রান্ত ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘনের দণ্ড ৬৬। যদি কোনো ব্যক্তি ধারা ৪ এবং ৫ এর বিধান লঙ্ঘন করেন, তাহা হইলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড, বা অনধিক ২৫ (পঁচিশ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন।

সতর্ককতাঃ ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরসাইকেল চালাবেন না।

নতুন মোটরযান আইন ২০১৯

মোটরযান চালকের যে অপরাধে হতে পারে জেল জরিমানা

  • ধারা ৬৭- ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর সংক্রান্ত ধারা ৬ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, অনধিক ৫ হাজার টাকা জরিমানা অথবা অনধিক ১ মাস জেল।
  • ধারা ৬৮ – বিদেশী নাগরিক দিয়ে এই আইন, বিধি বা প্রবিধানের কোন বিধান বা লাইসেন্স প্রদত্ত শর্ত অমান্য সংক্রান্ত ধারা ৯ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, অনধিক ৩০ হাজার টাকা জরিমানা।
  • ধারা ৬৯ – কর্তৃপক্ষ ব্যতিত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত , প্রদান বা নবায়নে বিধি নিষেধ সংক্রান্ত ধারা ১০ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, অনূন্য ১ লক্ষ টাকা অনধিক ৫ লক্ষ টাকা জরিমানা অথবা অনূন্য ৬ মাস অনধিক ২ বছরের দন্ড।
  • ধারা ৭০ – ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বাতিল করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মোটরযান চালানোর উপর বিধি নিষেধ সংক্রান্ত ১২ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, অনধিক ২৫ হাজার টাকা জরিমানা অথবা অনধিক ৩ মাসের দন্ডাদেশ।
  • ধারা ৭১- ড্রাইভিং লাইসেন্স স্থগিত, প্রত্যাহার বাতিল করা হইলে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মোটরযান চালানোর উপর বিধি নিষেধ সংক্রান্ত ১২ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, অনধিক ৫ হাজার টাকা জরিমানা অথবা অনধিক একমাসের দন্ডাদেশ।
  • ধারা ৯৬ –  মোটর ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা বা পরিচালনা সংক্রান্ত ধারা ৬৩ এর বিধান লঙ্ঘন করলে আপনার যে শাস্তি হবে, অনধিক ১ লক্ষ টাকা জরিমানা অথবা কর্তৃপক্ষ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল বন্ধ করতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top