নির্বাচন কমিশন বাংলাদেশের একটি নিরবছিন্ন সেবা হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা। জাতীয় পরিচয়পত্রের সেবার অনেকগুলো ভাগের মধ্যে ভোটার স্থানান্তর একটি সেবা। এক এলাকার ভোটারকে অন্য এলাকার ভোটার তালিকায় লিপিবন্ধ করাই হচ্ছে ভোটার স্থানান্তর কার্যক্রম। অনেকেই আবার এটাকে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন হিসেবেও মনে করেন।
ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের নিয়ম ভিডিও দেখুন
ভোটার এলাকা স্থানান্তরের নিয়ম এবং আবেদন ফরম ডাউনলোড ক্লিক করুন
ভোটার স্থানান্তর কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কিন্তু যখন নির্বাচনী তফসীল ঘোষনা হয়ে যায় (যেমনঃ সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন ইত্যাদি) তখন সেই তফসিলকৃত নির্দিষ্ট উপজেলা বা এলাকাতে ভোটার স্থানান্তর/ঠিকানা পরিবর্তন কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়ে থাকে।
স্থানান্তর কার্যক্রম কতদিন বন্ধ থাকে?
তফসিল ঘোষণা থেকে শুরু করে নিয়ে নির্বাচনের দিন পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখা হয়।
এরপর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলে যথারিতি ভোটার স্থানান্তর কার্যক্রম চালু করে নির্বাচন কমিশন।